কলোম্বিয়ার তারকাকে দলে নিতে চাইছে এটিকে মোহনবাগান

চোটের জেরে জনি কাউকো ছিটকে যাওয়ার পর থেকেই মাথায় হাত এটিকে মোহনবাগানের (Mohun Bagan ) কোচ জুয়ান ফেরান্দোর। সবুজ মেরুন শিবিরের পারফরম্যান্সের অধিকাংশটাই নির্ভরশীল ছিলো…

Steven Mendoza

চোটের জেরে জনি কাউকো ছিটকে যাওয়ার পর থেকেই মাথায় হাত এটিকে মোহনবাগানের (Mohun Bagan ) কোচ জুয়ান ফেরান্দোর। সবুজ মেরুন শিবিরের পারফরম্যান্সের অধিকাংশটাই নির্ভরশীল ছিলো কাউকো এবং হুগো বৌমোসের পারফরম্যান্সের উপর। তাই স্বাভাবিক ভাবেই কাউকোর মতো ফুটবলারের চোট পেয়ে ছিটকে যাওয়াটা বিরাট ধাক্কা এটিকে মোহনবাগান শিবিরের জন্যে। ইতিমধ্যে সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো জানিয়েছেন একজন ভালো মানের স্ট্রাইকারের খোঁজ চালাচ্ছেন তিনি।

ফেরান্দো তার দলকে একেবারে ভিন্ন একটি পদ্ধতিতে খেলাবেন বলে পরিকল্পনা করেছিলেন,যেখানে সমস্ত ফুটবলাররাই গোল করতে পারবেন।অর্থাৎ কোনও নির্দিষ্ট ফুটবলারের উপর, এব‍্যাপারে যাতে কোনও রকম বাড়তি নির্ভরতা না করতে হয়।

এমন পরিকল্পনা সাজানো কালীন মূলত ভারতীয় ফুটবলারদের উপর বেশি করে ভরসা করেছিলেন ফেরান্দো।কিন্তু চোটের কারণে সেই সকল ভারতীয় ফুটবলাররা নিজেরাই ছিটকে যান পরবর্তী সময়ে।মনবীর সিংয়ের কথাই ধরা যাক,স্বয়ং এটিকে মোহনবাগান কোচ জানিয়েছেন তিনি অন্তত মাস দুয়েক খেলতে পারবেন না চোটের কারণে।

অর্থাৎ এই মুহূর্তে মনবীর সিং এবং জনি কাউকোর একজন প্রকৃত পরিবর্ত ফুটবলার দলে চাই সবুজ মেরুন ব্রিগেডে। ভীষণ প্রয়োজন স্ট্রাইকারের।এ বার যে ফুটবলারের ব‍্যাপারে বলতে যাচ্ছি, তাকে দলে পাওয়ার বিষয় এবারের মরসুম শুরুর আগে খোঁজ খবর নিয়েছিলো এটিকে মোহনবাগান।

কথা বলছি ২০১৫ সালে চেন্নাইয়ান এফসিতে নজরকাড়া পারফরম্যান্স দেওয়া সেন্টার ফরোয়ার্ড স্টিফেন মেন্ডোজার। কলম্বিয়ার এই আক্রমণ ভাগের ফুটবলার দারুণ পারফরম্যান্স দিয়ে রাতারাতি সকলের নজরে পড়ে গেছিলেন।দক্ষিণের এই আইএসএলের দলের হয়ে ২৫ ম‍্যাচ খেলে নিজের ছাপ রেখেছিলেন তিনি। করেছিলেন ১৭ টা গোল এবং পাঁচটি অ্যাসিস্ট। তার সুবাদে ‘গোল্ডেন বুট টাও পেয়েছিলেন তিনি।যেমন তার স্পিড,তেমন তার স্কিল।
আইএসএলে চেন্নাইয়ান এফসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার পরে মেন্ডোজার জীবন বদলে যায়।পেয়ে যান তারকার শিরোপা।এখনো অবধি ক্লাব কেরিয়ারে ২৫৫ ম‍্যাচ খেলেছিলেন,সেখানে করেছেন ৬১ টা গোল,১৬ টা অ্যাসিস্ট।

বর্তমানে সিরি এ’ একটি ক্লাবের সাথে যুক্ত আছেন মেন্ডোজা,সেখানে তার চুক্তি শেষ চলতি বছরের শেষ দিন।বর্তমানে তার মার্কেট ভ‍্যালু ১২৫ মিলিয়ন ডলারের কাছাকাছি।বক্স টু বক্সে গোল করার ক্ষেত্রে দারুণ ক্রিয়েটিভ মেন্ডোজা,এছাড়া মোহনবাগানে আসলে মাঝ মাঠ থেকে দারুণ সাপোর্ট পাবেন তিনি।তাই এই কলোম্বিয়ার তারকা ফুটবলার’কে দলে নিলে দারুণ ফল পেতে পারে সবুজ মেরুন ব্রিগেড।