Loksabha Vote 2024: শিয়রে ভোট, কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু

নিজস্ব প্রতিনিধি: সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই হতে পারে লোকসভা ভোট (Loksabha Vote 2024)। যদিও এখনও অবধি কোনও রকম চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা…

নিজস্ব প্রতিনিধি: সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই হতে পারে লোকসভা ভোট (Loksabha Vote 2024)। যদিও এখনও অবধি কোনও রকম চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে তার আগেই স্পর্শকাতর বুথের তালিকা চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় উত্তর ২৪ পরগণা জেলাকে অতি স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে ।

নিৰ্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে বেশ কয়েকটি রাজ্যে। সেই মতো আজ রবিবার সকাল থেকেই বনগাঁয় (Bangaon) শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন বনগাঁ থানার আই সি শিবু ঘোষ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা। এদিন বনগাঁ থানার ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের মণিগ্রাম সন্দেশখালি বাজারে চলে এই রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখে স্থানীয়রা জানান, ‘বাহিনী এসেছে দেখে কিছু টা স্বস্তি পাওয়া গেল। নির্ভয়ে ভোট দেওয়া যাবে।’