বিয়ের প্রথম রাতেই ঐশ্বর্য সপাটে চড় মেরেছিলেন অভিষেককে!

নব্বইয়ের দশক থেকে এখনও পর্যন্ত ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai) হলেন বলিউড ইন্ডাস্ট্রির চোখের মণি। শাহরুখ খান হোক কিংবা রণবীর কাপুর- যেকোন যুগের যেকোনো অভিনেতার…

aishwarya rai slapped abhishek bachchan on the first night of marriage!

নব্বইয়ের দশক থেকে এখনও পর্যন্ত ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai) হলেন বলিউড ইন্ডাস্ট্রির চোখের মণি। শাহরুখ খান হোক কিংবা রণবীর কাপুর- যেকোন যুগের যেকোনো অভিনেতার সাথেই তার জুড়িমেলা ভার। সৌন্দর্য ও অভিনয়দক্ষতার জেরে আজও তিনি সমানভাবে জনপ্রিয় দর্শক মহলে আর সেই কারণেই বচ্চন পরিবারের এই পুত্রবধূকে নিয়ে চর্চার শেষ নেই।

Advertisements

বলি তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে সর্বদায় উৎসুক অনুরাগীরা। আর সেই তারকা যদি হন প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা বচ্চন পরিবারের পুত্রবধূ তাহলে তো আর কোনো কথাই নেই। তাই ঐশ্বর্য রাই বচ্চন সবসময়ই লাইমলাইটে থাকেন। সাম্প্রতিককালে ঐশ্বর্যর ব্যক্তিগত জীবনের বেশ কিছু তথ্য সামনে এসেছে যা শুনলে রীতিমতো অবাক হবেন আপনিও।

   

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ঐশ্বর্য আর জুনিয়র বচ্চন অর্থাৎ অভিষেকের বিয়ের প্রথম রাতের ঘটনা। বিয়ের প্রথম রাতে নাকি অভিষেক বচ্চনের গালে সপাটে চড় বসিয়েছিলেন ঐশ্বর্য রাই। কিন্তু ঠিক কী কারণে এমন কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেত্রী?

Advertisements

তাদের ঘনিষ্ঠ সুত্র থেকে জানা যায়, অভিষেকের সাথে বিবাহ পরবর্তী সময়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ঐশ্বর্যকে। যার কারণে সিনেমা জগৎ থেকেও বেশ কিছুদিনের জন্য হারিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা এই ঘটনার কারণ ছিল একেবারেই আলাদা।

বিয়ের প্রথম রাতে স্ত্রীর সাথে মজা করতে বিছানার সমস্ত স্ক্রু খুলে দিয়েছিলেন অভিষেক। যার বিছানা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকলেও তার ওপর কেউ বসলেই বিছানা রীতিমতো ভেঙে যাওয়ার অবস্থায় ছিল। আর যেমন ভাবা,তেমন কাজ! বিয়ের প্রথম রাতে ঐশ্বর্য বিছানায় বসতেই বিছানা ভেঙে পড়ে যায়। সম্পূর্ণ ব্যাপারটিকে মজার ছলে অভিষেক করতে গেলেও স্ত্রী ঐশ্বর্য মোটেই সম্পূর্ণ ব্যাপারটিকেই মজা হিসেবে নেন নি। বরং সপাটে চড় কষিয়ে দিয়েছিলেন। যদিও পরে পুরো ব্যাপারটা জানার পরে ঐশ্বর্যও মজার ছলেই নিয়েছিলেন ঘটনাটা।