আগের তুলনায় অনেক উপভোগ্য হয়েছে ভারতীয় ফুটবল। প্রচার হচ্ছে অনেক বেশি। পিছু ছাড়ছে না বিতর্ক। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শনিবার ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে ওড়িশা এবং বেঙ্গালুরু ফুটবল ক্লাব। ১২০ মিনিটের বেশি দীর্ঘায়িত হয়েছে খেলা। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে রয় কৃষ্ণার গোলে জিতেছে বেঙ্গালুরু। সব মিলিয়ে টানটান উত্তেজনাকর ম্যাচ।
ম্যাচ উত্তেজনাকর হলেও বিতর্ক রয়েছে রেফারি নিয়ে। গোটা ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল ভক্তরা। এরকম হাইপ্রোফাইল ম্যাচ পরিচালনার জন্য নিখুঁত রেফারিং প্রয়োজন। এই জায়গায় এখনও ঘাটতি রয়েছে বলে অনেকের অভিযোগ।
রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে এবারের কলকাতা ফুটবল লিগেও। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাঠ থেকে দল তুলে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। রেফারিং নিয়ে প্রশ্ন আগেও উঠেছে, এখনও উঠছে। পরিস্থিতি কবে বদলাবে, এই প্রশ্ন বছরের পর বছর রয়েই যাচ্ছে।