Sivasakthi Narayanan: ৫ ম্যাচে ৪ গোল করেছেন এই ভারতীয় ফুটবলার

যুব ফুটবলে নজর কেড়েছিলেন। সেখান থেকে সিনিয়র দলে। প্রচারের আলোকের বাইরে থেকে জায়গা করে নিয়েছেন সুনীল ছেত্রীদের পাশে। প্রায় প্রতি ম্যাচেই গোল করেছেন। এখন আলোচনায়…

Bengaluru fc footballer Sivasakthi Narayanan

যুব ফুটবলে নজর কেড়েছিলেন। সেখান থেকে সিনিয়র দলে। প্রচারের আলোকের বাইরে থেকে জায়গা করে নিয়েছেন সুনীল ছেত্রীদের পাশে। প্রায় প্রতি ম্যাচেই গোল করেছেন। এখন আলোচনায় উঠে আসছেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবের শিবশক্তি নারায়ণন (Sivasakthi Narayanan)।

বয়স মাত্র একুশ। খেলেন আক্রমণভাগে। ফরোয়ার্ড পজিশনে খেলতে বেশি পছন্দ করেন। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, বেঙ্গালুরু বি দলের হয়ে ১১ ম্যাচে ১৫ গোল করেছিলেন তিনি। ম্যাচের থেকেও বেশি গোল সংখ্যা! এখন খেলছেন সিনিয়র দলে। এখানেই গোল করার অভ্যাস বজায় রেখেছেন। নিয়মিত খেলছেন এবং গোল করছেন।

   

চলতি ডুরান্ড কাপে গ্রুপ পর্ব এবং তারপর শনিবার ওড়িশার বিরুদ্ধে ম্যাচ। মোট পাঁচটি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব। শিবশক্তি ইতিমধ্যে করে ফেলেছেন চারটি গোল। ওড়িশার বিরুদ্ধে টানটান রুদ্ধশ্বাস ম্যাচেও গোল করেছেন। দল পৌঁছেছে সেমিফাইনালে।

আগামী দিনের কথা মাথায় রেখে সিনিয়র ফুটবলের পাশাপাশি জুনিয়র ফুটবল নিয়েও এখন ভারতীয় ফুটবল ভাবিত। ইন্ডিয়ান সুপার লিগের বেশিরভাগ দলের রয়েছে যুব দল। তৃণমূল স্তর থেকে ফুটবলার রিক্রুট করার প্রক্রিয়া জারি রয়েছে। নারায়ণন তেমনই একজন। রমন বিজয়ন অ্যাকাডেমি থেকে উত্থানের পর এখন বেঙ্গালুরুর সিনিয়র দলে। আগামী দিনের জন্য তাঁর প্রতি প্রত্যাশার পারদ এখন অনেকটাই বেড়েছে।