সদ্য সোশ্যাল মিডিয়ায় এক ছবি আগুনের ন্যায় ছড়িয়েছে সর্বত্র। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের মাঠে শোভা পাচ্ছে ইস্টবেঙ্গলের সুবিশাল পতাকা (East Bengal flag)। বিষয়টা কিছুতেই বোধগম্য হচ্ছিলো ফ্যানেদের ।
একেই তো এখনও জ্বলজ্বল করছে ক্লাবের নামের মাথা থেকে এটিকে না সরার ক্ষত । আর তারপর চিরশত্রু ক্লাবের এতো বড় পতাকা নিজেদের মাঠে দেখে কার্যত ক্ষেপে উঠেছে সবুজ মেরুন সমর্থক’রা । তারা ইতিমধ্যে সেই ভাইরাল ছবি নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে ।
তবে বিষয়টি নিয়ে অযথা জল্পনা বাড়ার আগে জানাই , এটা করা হয়েছে নেহাত আইএসএলের প্রোমো শুটের জন্যে । আসলে প্রোমো শুটের জন্যে বেছে নেওয়া হয়েছে সবুজ মেরুন তাঁবু ,গ্যালারি সাজিয়ে তোলা হচ্ছে বিশেষ ভাবে । তাই সেখানে রাখা হয়েছিল ইস্টবেঙ্গলের পতাকা ।
এদিন মোহনবাগানের প্রস্তুতি নেওয়ার শেষে প্রোমো শুটের আয়োজন হয় । এদিকে আগামী ৭ ই সেপ্টেম্বর যুবভারতীতে কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে এএফসি কাপ ইন্টারজোনাল সেমিফাইনাল খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড । সোম এবং মঙ্গলবার ক্লোজড ডোর প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন শিবিরের কোচ জুয়ান ফেরান্দো।