ATK Mohun bagan দল সেট হতে সময় লাগবে, বলছেন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার ত্রিজিত দাস

ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের (East bengal) মতো একই অবস্থা মোহনবাগানেরও (Mohun bagan)। তারকা-খচিত দল নিয়ে এখনও ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত নয়। রাজস্থান ইউনাইটেডের হারা জেতার…

mohun-bagan-team-will-take-time-to-set-up-says-former-east-bengal-footballer-trijit-das

ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের (East bengal) মতো একই অবস্থা মোহনবাগানেরও (Mohun bagan)। তারকা-খচিত দল নিয়ে এখনও ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত নয়। রাজস্থান ইউনাইটেডের হারা জেতার উপর নির্ভর করছে মোহনবাগানের কোয়ার্টার ফাইনালে যাওয়া। এই পরিস্থিতিতে সামনেই এফসি কাপের ম্যাচ।

East Bengal : তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি প্রায় চুড়ান্তের পথে

প্রতিপক্ষ কুয়ালালামপুর সিটি । এএফসি কাপে মোহনবাগানের সম্ভাবনা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার ত্রিজিত দাস বলেন,‘ মোহনবাগান দলটা এখনও সেট নয়। এখনও পুরোপুরি তৈরি হতে সময় লাগবে। নতুন দল। আরও সময় দিতে হবে জুয়ান ফেরান্দোর দলকে। তাহলেই মোহনবাগান দল তৈরি হয়ে যাবে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘ডার্বিতে কোনও আহামরি ফুটবল খেলেনি মোহনবাগান। ওরা আত্মঘাতী গোলে জিতেছে। দলটাকে ভালো ফুটবল খেলতে গেলে আরো সময় লাগবে।’

ইস্টবেঙ্গলের বাজেট নাকি এটিকে মোহন বাগানের প্রায় সমান!

রক্ষণে পল পোগবার দাদাকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে । তিনটে ম্যাচে সেভাবে মেলে ধরতে পারেনি তিনি। যদিও পোগবার দাদাকে নিয়ে এক্ষুনি মতামত দিতে চান না ত্রিজিত। তিনি বলেন,‘ এখনই তেমন পরীক্ষার মুখোমুখি হননি পোগবার দাদা। তাই ওকে নিয়ে মন্তব্য করার সময় আসেনি। কয়েকটা ম্যাচ দেখার পর বলতে পারব কেমন ফুটবলার বা কতটা সফল হতে পারবেন।কলকাতা মাঠে ফুটবল খেলা অত সহজ নয়। কলকাতা মাঠের সঙ্গে মানিয়ে নিতে গেলে সময় দিতেই হবে। তারপর নিজস্ব ফুটবলটা খেলতে পারবেন পোগবা।’