চলতি সপ্তাহেই কলকাতায় পা রাখতে পারেন ইভান গঞ্জালেস (Ivan Gonzalez)। দলের সঙ্গে দ্রুত যোগ দিতে চলেছেন তিনি। ইতিমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন।
আরও পড়ুন: Liston Colaco: যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলাম না বলেই গোয়া ছেড়েছি: কোলাসো
ট্রান্সফার উইন্ডো খোলার অনেক আগে ইভান গঞ্জালেসকে নিশ্চিত করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। এরপর মাঝে কেটে গিয়েছিল অনেকটা সময়। চুক্তি জটে আটকে ছিল ইভানের লাল হলুদ জার্সি পরার সম্ভাবনা। ইভান নিজেও মাঠে নামা জন্য মুখিয়ে রয়েছে। আপাতত আর কোনো জট নেই। সমস্যা মিটিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। ইভানও দ্রুত যোগ দিতে চলেছেন দলের সঙ্গে।
আরও পড়ুন: এই ব্রাজিলিয়ান উইংগার’কে দলে নিয়ে চমক দিল Rajasthan United
ইভান স্পেনের ডিফেন্ডার। এর আগেও খেলেছেন ভারতের মাটিতে। অল্প সময়ের মধ্যে ইন্ডিয়ান সুপার লিগের নিজের জাত চিনিয়েছেন। তাঁর খেলা চোখে পড়েছিল লাল হলুদ কর্তাদের। তাই তাঁকে নিশ্চিত করতে দেরি করেনি ক্লাব। জানা যাচ্ছে, ইতিমধ্যে তিনি ভিসার জন্য আবেদন করেছেন। চলতি সপ্তাহেই কলকাতায় চলে আসতে পারেন।
আরও পড়ুন: SSC দুর্নীতির জটে জেরবার মমতা সরকার, চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে ব্রাত্য বসু
সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছিলেন, ”আমি আশা রাখছি খুব শীঘ্রই সব কিছুর সমাধান হবে। নিজেকে ফের আরেকবার ইস্টবেঙ্গলের জার্সি’তে দেখতে পাচ্ছি আমি। আপনারা জানেন আমি ইস্টবেঙ্গলের খেলোয়াড় এবং আগামী দিন গুলো’তে এই ক্লাবের হয়েই খেলতে চাই।”