East Bengal: ইস্টবেঙ্গলে ক্রাউডফান্ডিং সম্পর্কে বিস্ফোরক বাইচুং

বিগত কয়েক মরশুম ধরেই ইনভেস্টর সমস্যা নিয়ে ডামাডোল পরিস্থিতি দেখা দিয়েছে লাল-হলুদের (East Bengal)অন্দরে। গত মরশুমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ইমামির সঙ্গে যুক্ত হয়…

বিগত কয়েক মরশুম ধরেই ইনভেস্টর সমস্যা নিয়ে ডামাডোল পরিস্থিতি দেখা দিয়েছে লাল-হলুদের (East Bengal)অন্দরে। গত মরশুমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ইমামির সঙ্গে যুক্ত হয় ইস্টবেঙ্গল। তারপর তড়িঘড়ি করে দল নামালেও ফলাফল সেই আগের মতোই। লিগ টেবিলের তলানিতে থেকেই অভিযান শেষ করতে হয় তাদের।

কিন্তু আগত মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর কলকাতার এই প্রধান। সেজন্য এবার গত তিন বছরের তুলনায় দল গঠনে যথেষ্ট সক্রিয়তা দেখা দিয়েছে ম্যানেজমেন্টের মধ্যে। তবে আর্থিক সমস্যা কিছুতেই যেন পিছু ছাড়ছে না তাদের। গতবারের তুলনায় এবার বাজেট অনেকাংশে বাড়ানো হলেও ট্রান্সফার ফি দিয়ে খেলোয়াড় নিতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছে লাল-হলুদ। সেজন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেন ক্লাব শীর্ষ কর্তা দেবব্রত সরকার। মূলত ক্রাউডফান্ডিং প্রক্রিয়ার মাধ্যমে আপামর সমর্থকদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেন ক্লাব। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রাক্তন ভারতীয় তারকা বাইচুং ভুটিয়া।

একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির নিরিখে ক্লাবের অর্থের প্রয়োজন রয়েছে। তবে এমন পরিকল্পনা রীতিমতো বিভ্রান্তিকর। তাছাড়া লাল-হলুদ শিবিরে তো বর্তমানে ইনভেস্টর রয়েছে। তাহলে কেন এরকম পদক্ষেপ নেওয়া হল তা আমার বোধগম্যের বাইরে। তবে ক্লাবের এই উদ্যোগ কে যথেষ্ট স্বাদুবাদ জানিয়েছেন ক্লাবের প্রাক্তন অধিনায়ক মেহতার হোসেন। তিনি বলেন, কঠিন সময়ে মোকাবিলার জন্য কিছু কঠিন পদক্ষেপ নিতে হয়। ক্লাবের এই মুহূর্তে অন্যতম লক্ষ্য হল এই পরিস্থিতি সামলানো। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে সর্বদা ক্লাবের পাশে থাকার চেষ্টা করব। আপনাদের যতটা সামর্থ্য সেই অনুযায়ী ক্লাবের পাশে থাকার চেষ্টা করুন।

উল্লেখ্য, বিদেশি ফুটবলের ক্ষেত্রে একাধিকবার এমন পদক্ষেপ নিতে দেখা গিয়েছে বেশকিছু ক্লাব কে। সেক্ষেত্রে এই একইরকম ভাবেই সমর্থকদের কাছ থেকে সাহায্য চায় ক্লাব গুলি। তবে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এটি একটি নয়া দৃষ্টান্ত। বর্তমানে এই পদ্ধতি অবলম্বন করে নিজেদের সমস্যা আদৌ কতটা সুরাহা করতে পারে লাল-হলুদ শিবির এখন সেটাই দেখার বিষয়।