আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ (World Cup)। এর আগে এক মাস আগেই বিশ্বকাপের জন্য অংশগ্রহণ করা প্রত্যেকটি দেশকে তাদের নির্ধারিত ১৫ জনের দল ঘোষণা করার নির্দেশ দিল আইসিসি (ICC)।
সাধারণত দ্বিপাক্ষিক সিরিজগুলিতে ১৭ বা ১৮ জনের দল তৈরি করা গেলেও বিশ্বকাপের জন্য সেই সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে ১৫তে। আর সেই দলের খসরা জমা করতে হবে ৫ই সেপ্টেম্বরের মধ্যে।
তবে এর পরেও চাইলে দলে বদল আনা যেতে পারে। যেমন দলের কেউ যদি চোট পান, বা যদি মাঝের সিরিজগুলিতে ভালো খেলেন, তখন সেই প্রস্তাবিত দলে প্রয়োজন মত হেরফের হতে পারে। সেটিও করতে হবে ২৭ সেপ্টেম্বরের মধ্যে।
২৭ সেপ্টেম্বরেই আবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় এক দিনের ম্যাচ। অস্ট্রেলিয়া বনাম ভারতের এই সিরিজেটিচে বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার একটি মক্ষম সময় মনে করছে দল। ২৭ সেপ্টেম্বরের পর, চোট থেকে সেরে ওঠা কোনো ক্রিকেটার যদি দলে ফেরাতে চায়, তবে নিতে হবে আইসিসির অনুমতি।
আঠারো বছর পর ভারতের মাটিতে হতে চলেছে ক্রিকেটের অন্যতম বড়ো উৎসব এই বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। দুটি ম্যাচই খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।