Liston Colaco: যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলাম না বলেই গোয়া ছেড়েছি: কোলাসো

এফসি গোয়া ছেড়ে এটিকে কলকাতায় যোগ দিয়ে কোনও ভুল করেননি বলে মনে করছেন বাগানের অন্যতম তারকা লিস্টন কোলাসো (Liston Colaco)। পাশাপাশি ঘর ছাড়ার কোনও দুঃখ…

Liston Colaco

এফসি গোয়া ছেড়ে এটিকে কলকাতায় যোগ দিয়ে কোনও ভুল করেননি বলে মনে করছেন বাগানের অন্যতম তারকা লিস্টন কোলাসো (Liston Colaco)। পাশাপাশি ঘর ছাড়ার কোনও দুঃখ তার মনের মধ্যে নেই। মোহনবাগানের হয়ে খেলে সাফল্য পাওয়ার পরে সব ভুলে গিয়েছেন বলছেন তিনি।

এই প্রসঙ্গে কোলাসো বলেন, ‘ নিজের ঘর ছাড়ার সিদ্ধান্ত নেওয়া একেবারেই সহজ ছিল না । তবে পেশাদারদের এরকম ত্যাগ স্বীকার করতেই হয়। এখন মনে হয় আমার গোয়া ছাড়ার সিদ্ধান্তটা সঠিকই ছিল।’ একইসঙ্গে তিনি বলেন, ‘যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলাম না বলেই গোয়া ছাড়ার সিদ্ধান্ত নিই আমি। এটাই ছিল গোয়া ছাড়ার প্রধান কারণ। বাড়ি থেকে ম্যাচ খেলতে এসে মাঠের বাইরে বসে খেলা দেখা মোটেই পছন্দ ছিল না আমার ।মাঠে নামার জন্য ছটফট করতাম। সেই জন্য গোয়া ছেড়েছিলাম।’

তবে গোয়া ছাড়ার সময়ও যে খুব একটা শান্তিতে ছিলেন কোলাসো তাও নয়। বলেন, ‘ শুরুর দিকে নিশ্চিত ছিলাম না সাফল্য পাব কিনা কারণ তার আগে পর্যন্ত কখনও গোয়ার বাইরে গিয়ে খেলিনি। আমি তবু মানসিকভাবে নিজেকে তৈরি করে বেরিয়ে পড়ি যা হওয়ার হবে এই ভেবে। গত দুই মরশুমে যেহেতু জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকে খেলতে হয়েছিল তাই কোন প্রভাব আমার উপর পড়েনি, এবার দর্শক থাকবে তাই লড়াই অনেক শক্ত বলেই মনে করছি। যদিও মানসিকভাবে আমি তৈরি রয়েছি এটিকে-মোহনবাগানের হয়ে নিজেকে মেলে ধরার জন্য।আশা করি এবারও সফল হব।’