প্রসেনজিৎ চৌধুরী: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে সিবিআই জেরার আগে মুখটা থমথমে হয়ে গেছিল। তারপর তিনি কী করতে চলেছেন তা আন্দাজ করতে পারেনি রাজ্যবাসী। একেবারে রোমহর্ষক চিত্রনাট্য লিখে রেখেছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী (Paresh Adhikari)। ভিভিআইপি প্রতিমন্ত্রী এক ভোর ভোর উধাও হয়ে গেলেন। সে এক কাণ্ড! তিনি শিক্ষা প্রতিমন্ত্রীরা পদ খোয়ালেন। তবে প্রথম কোনও বঙ্গজ মন্ত্রী হিসেবে ট্রেন থেকে পালিয়ে তিনি নজির গড়েছেন।
আরও পড়ুন: SSC Scam: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সহ ইডি নজরে আরও TMC বিধায়ক
মন্ত্রী পালিয়েছে! মন্ত্রী পালিয়েছে ! রাজ্য তোলপাড়। ১৮ মে দিনটা শুরু হয়েছিল এইরকম শোরগোল দিয়ে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই নজরে থাকলেও কয়েক ঘণ্টার জন্য শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী হয়েছিলেন ‘ভাগলবা’।
জলপাইগুড়ি থেকে পদাতিক এক্সপ্রেসে শিয়ালদহ আসার আগে ভোর ভোর আধো অন্ধকারে বর্ধমান জংশনে তিনি নেমে পড়েন। তারপর বর্ধমান থেকে শুরু তাঁর লুকোচুরি খেলা। কন্যা অঙ্কিতাকে নিয়ে স্টেশন থেকে গাড়ি চেপে পরেশবাবু চলে গেলেন। ট্রেন পৌঁছে গেল শিয়ালদহ। মন্ত্রীকে না পেয়ে শুরু হট্টোগোল। দিনভর খোঁজ নেই। এরপর হঠাৎ তাঁকে দেখা গেল দার্জিলিংয়ের বাগডোগরা বিমান বন্দরে।
আরও পড়ুন: জ্যোতিবাবু সমঝে চলতেন কৃষিমন্ত্রী কমলবাবুকে, পুত্র উদয়নকে উত্তরবঙ্গের মন্ত্রী করলেন মমতা
তখনও রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী! তিনি যে পলাতক সেটি নিয়ে তুমুল চর্চা চলছিল। বাগডোগরায় সাংবাদিকদের তিনি বলেন, এবার বিমানে কলকাতা যাচ্ছেন। আর কলকাতা জুড়ে তীব্র চাঞ্চল্য। এয়ারপোর্টে পুলিশ মোতায়েন যাতে আবার তিনি নিরুদ্দেশ না হতে পারে। বাগডোগরা থেকে কলকাতা এসে সটান সিবিআই হাজিরা। জেরা শেষে বেরিয়ে যাওয়া সবই এই রোমহর্ষক ঘটনার অঙ্গ।
আরও পড়ুন: SSC Scam: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশের কন্যা অঙ্কিতাকে টানা জেরা, তৃণমূল চিন্তিত
আদালতের নির্দেশে পরেশ কন্যা অঙ্কিতার বেআইনি নিয়োগ বাতিল হয়েছে। বেতনের টাকা ফেরত দিতে হচ্ছে। পরেশ পরে তাঁর কেন্দ্র মেখলিগঞ্জে ফিরেছেন। তাঁকে প্রবল উদ্দীপনায় বরণ করেছে স্থানীয় তৃ়ণমূল কংগ্রেস নেতা সমর্থকরা।
পরেশ অধিকারী যখন শিক্ষা প্রতিমন্ত্রী তখন শিক্ষা দফতরের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মহাসচিব ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি কালো টাকা লেনদেনে অ়ভিযুক্ত পার্থবাবু ও তাঁর বান্ধবী অর্পিতা এখন ইডি হেফাজতে। সিবিআই জেরার মুখে পড়লেও পরেশ অধিকারী এখনও বাইরে!
আরও পড়ুন: শিক্ষক নিয়োগের টাকা তুলেছে পার্থ, পাঠিয়েছে কালীঘাটে: শুভেন্দু অধিকারী
শিক্ষা দফতরের দুর্নীতিতে মমতা সরকার চরম বিতর্কে। খোলনলচে বদলাতে মন্ত্রিসভার রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বদলে শিক্ষা দফতর থেকে একেবারে ব্রাত্য হয়ে গেলেন পরেশ অধিকারী। দফতরের মন্ত্রী ব্রাত্য বসু। আর শিক্ষা প্রতিমন্ত্রী হলেন সত্যজিৎ বর্মণ। তিনি উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক।