শিক্ষক নিয়োগের টাকা তুলেছে পার্থ, পাঠিয়েছে কালীঘাটে: শুভেন্দু অধিকারী

প্রাথমিক শিক্ষক দুর্নীতিতে আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ খুইয়েছেন মানিক ভট্টাচার্য। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে হাজিরা দেন তিনি। এরপরেই তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু…

Suvendu Adhikari

প্রাথমিক শিক্ষক দুর্নীতিতে আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ খুইয়েছেন মানিক ভট্টাচার্য। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে হাজিরা দেন তিনি। এরপরেই তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শিক্ষক নিয়োগের টাকা তুলেছে পার্থ ও মানিক। সেই টাকার ভাগ গেছে কালীঘাট ও শান্তিনিকেতনে।

মনে করা হচ্ছে, বিরোধী দলনেতা ইঙ্গিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেকের কাছে টাকা পৌঁছেছে বলে জানান। কারণ, কালীঘাটে থাকেন মমতা। আর অভিষেকের ফ্ল্যাটের নাম শান্তিনিকেতন।

   

বিরোধী দলনেতার দাবি, চাকরিগুলো সম্পূর্ণভাবে বিক্রি করা হয়েছে। মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়রা মুখ্যমন্ত্রীর নির্দেশকে পালন করেছে।

শুভেন্দুর অভিযোগ, শিক্ষায় দুর্নীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত। কারণ, পরেশ অধিকারীর মেয়ের অ্যাপোয়েন্টমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে, তার সিদ্ধান্ত না নিয়ে হতে পারে না। আর যে টাকা তুলেছে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যরা, এর ৮০ ভাগ কালীঘাটে শান্তিনিকেতন পৌঁছে দেওয়া হয়েছে। সেই টাকা থাইল্যান্ডে গেছে, সিঙ্গাপুরে গেছে লণ্ডনে গেছে।

উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে সেই মানিক ভট্টাচার্যকে তুলোধনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, মানিক ভট্টাচার্যের মোট স্থাবর, অস্থাবর সম্পত্তির হিসেব আদালতে জমা দিতে হবে।