Maharashtra: সরকার বাঁচাতে মরিয়া ঠাকরে, গুজরাটে পাঠালেন দূত

    মহারাষ্ট্রে জোট সরকারের পলাতক বিধায়করা গুজরাটে চলে গেছেন। বিলাসবহুল হোটেল লা মেরিডিয়ানে আছেন। অভিযোগ তাদের ভাঙিয়ে নিয়েছে বিজেপি। এই অবস্থায় নিজেদের বিধায়কদের ফেরাতে…

 

 

মহারাষ্ট্রে জোট সরকারের পলাতক বিধায়করা গুজরাটে চলে গেছেন। বিলাসবহুল হোটেল লা মেরিডিয়ানে আছেন। অভিযোগ তাদের ভাঙিয়ে নিয়েছে বিজেপি। এই অবস্থায় নিজেদের বিধায়কদের ফেরাতে গুজরাটে দূত পাঠালেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মু়খ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।

২২ জন বিধায়ক নিয়ে সুরাটে ঘাঁটি গেড়েছেন মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট সরকারের মন্ত্রী একনাথ শিন্ডে। তাঁকে কাছে টানতে মরিয়া ঠাকরে।
মঙ্গলবারই বিক্ষুব্ধদের রাজি করাতে মিলিন্দ নারভেকর এবং সাংসদ রঞ্জন ভিকারেদের পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সুরাটে মন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করতে চান তাঁরা। অন্যদিকে বিক্ষুব্ধ শিবিরের তিন বিধায়ক মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরের সঙ্গে দেখা করেছেন।

সূত্রের খবর, সরকার বাঁচাতে বাকি পক্ষের সঙ্গে আজই মুম্বই ফিরে বৈঠকের কথা ঘোষণা করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তাঁর বক্তব্য, মহারাষ্ট্রে এই নিয়ে তৃতীয়বার সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির।

ঘর গোছাতে তৎপর হয়েছে কংগ্রেস। বিধায়কদের দলবদলের আশঙ্কা দেখতে পেয়েই তড়িঘড়ি দায়িত্ব দেওয়া হয়েছে কমলনাথকে। মহারাষ্ট্র কংগ্রেসের তরফে জানানো হয়েছে, পরিষদীয় দলনেতা বালাসাহেব থোরাট এবং রাজ্য সভাপতি নানা পাটোলের সঙ্গে যোগ রয়েছে কংগ্রেস বিধায়কদের।

বিজেপির তরফে দাবি করা হচ্ছে, একনাথ শিন্ডে সহ ৩১ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন। অর্থাৎ খুব জলদিই এই সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে। তবে এখনই অনাস্থা প্রস্তাব আনার প্রয়োজন নেই বলে মনে করছে বিজেপি। ১৮ জুলাই থেকে বিধানসভার অধিবেশন শুরু হলেই দেখা যাবে।

অন্যদিকে, সরকার বদলের ইঙ্গিত পেয়েই অমিত শাহের সঙ্গে সাক্ষাতে উপস্থিত হয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। উস্থিত হচ্ছেন কেন্দিয় মন্ত্রী নীতিন গডকড়ি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আমেদাবাদে নিয়ে যাওয়া হবে। সেখানে অমিত শাহের সঙ্গে দেখা করবেন তাঁরা।