ইতিমধ্যে এশিয়া কাপের (AFC Asian Cup) মূলপর্বে যোগ্যতা অর্জন করে ফেলেছে ভারতীয় ফুটবল দল।ম ঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামার আগেই ভারতের মূলপর্বে খেলার বিষয়টি একেবারেই পাকাপোক্ত হয়ে গেছিলো।
৪-০ গোলে প্যালেস্তাইন’কে ফিলিপিন্স হারিয়ে দিয়েছিল, এই ম্যাচের ফলাফল পাঁচ নম্বর বারের মতো এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করার পথ দেখায় ভারত’কে।
টুর্নামেন্টের মূলপর্বে খেলার জন্য ১৩ টি দল এর আগেই নিশ্চিত হয়েছিল।পরের ১১ টা স্থানে জন্য চলছিল লড়াই ২৪ টি দলের মধ্যে, যার মধ্যে ছিলো ভারত’ও।২৪ টি দলকে ছয়টি গ্রুপে বিভক্ত করা হয়েছে।ছয় গ্রুপের চ্যাম্পিয়ান এবং রানার্স দলের মধ্যে ৫ টি দল মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
Hi Sourav, this is Sunil from Nepal, not your captain Sunil Chhetri. Please correct your mention for your captain.
— Su Neel (@sunilchhetri) June 14, 2022
টানা ২ ম্যাচে কম্বোডিয়া এবং আফগানিস্তান’কে হারিয়ে ভারতের পয়েন্ট সংখ্যা হয়ে দাড়িয়েছে ৬।দ্বিতীয় স্থান নিশ্চিত করে ফেলেছে সুনীলরা,কারণ ফিলিপিন্স শেষ করেছে ৪ পয়েন্ট নিয়ে।
তবে সুনীলরা হাল্কা ভাবে নেয়নি হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ।প্রতিপক্ষ’কে ৪-০ গোলে উড়িয়ে দেয় ব্লু ব্রিগেড।আগেই মূলপর্বে খেলার সুযোগ করে নেওয়ার জন্য পরবর্তী সময়ে ভারতের জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী’কে ট্যুইট করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২৩ এর এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করার জন্য ভারতীয় ফুটবল দল’কে শুভেচ্ছা জানান,তার পাশাপাশি দলের অধিনায়ক সুনীল’এর প্রশংসা করেছেন।কিন্তু ট্যুইটে সৌরভ গঙ্গোপাধ্যায় অন্য একজন সুনীল ছেত্রী’কে মেনশন করে,কিন্তু তিনি আদতে ভারতীয়’ই নয়,নেপালের মানুষ।জনৈক ওই ব্যক্তি সৌরভের পোস্ট’টি রিট্যুইট করে বিষয়টা নজরে আনার চেষ্টা করেছেন।সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার মধ্যে আছে বিষয়টি।