Durand Cup: দেশের বানিজ্য নগরীর বুকে এবার ডুরান্ড কাপ

আগামী আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে দেশের ঐতিহ্যবাহী ফুটবল কাপ টুর্নামেন্ট। ডুরান্ড কাপ (Durand Cup)। হাতে এখনো কিছু দিন রয়ে গেলেও ডুরান্ড কাপ ট্যুর নিয়ে ও যথেষ্ট আগ্ৰহ দেখা দিয়েছে সর্বত্র

Durand Cup

আগামী আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে দেশের ঐতিহ্যবাহী ফুটবল কাপ টুর্নামেন্ট। ডুরান্ড কাপ (Durand Cup)। হাতে এখনো কিছু দিন রয়ে গেলেও ডুরান্ড কাপ ট্যুর নিয়ে ও যথেষ্ট আগ্ৰহ দেখা দিয়েছে সর্বত্র। বিবিধ স্থান ঘুরে বর্তমানে দেশের বানিজ্য নগরী তথা মুম্বাইতে (Mumbai) এসে উপস্থিত হয়েছে এই ঐতিহ্যবাহী ফুটবল ট্রফি। সেখানকার বেশকিছু গুরুত্বপূর্ণ তথা দর্শনীয় স্থান যেমন মেরিন ড্রাইভ, বান্দ্রা ও গেটওয়ে অফ ইন্ডিয়ার মতো স্থান গুলিতে প্রদর্শিত হল এই ট্রফি। যা নিয়ে বেশ ভালোই সাড়া মিলেছে মানুষের মধ্য থেকে।

গত জুনের শেষের দিকে দেশের রাজধানী দিল্লি থেকে শুরু হয়েছিল এই বিশেষ যাত্রা। যেটি বর্তমানে বেশকিছু শহর ঘুরে উপস্থিত হয়েছে মুম্বাইয়ের বুকে। এরপর এই ঐতিহ্যবাহী কাপের ডেস্টিনেশন হতে চলেছে উধমপুর, পুনে ও দেরাদুন। তবে সেখানেই শেষ নয় পরবর্তীতে কোচি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, গুজরাট , শিলং ও আইজল হয়ে সোজা চলে আসবে শহর কলকাতায়। যতদূর খবর, আগামী ১লা আগস্ট ট্রফি আসবে শহর কলকাতায়। তারপর আগামী ৩রা সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে ফাইনাল।

তবে এই টুর্নামেন্টে সকলের ই নজর থাকবে কলকাতা ডার্বির দিকে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ আগস্ট মোহন- ইস্টের খেলা থাকলেও তাতে রাজি নন সবুজ-মেরুন শিবির। মূলত এএফসি কাপের কথা ভাবে ম্যাচের দিন বদলের আর্জি করা হয়েছে তাদের তরফে।