Ms Dhoni 7: রিটায়ার করানো হল ধোনির আইকনিক ‘7’ জার্সি

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Ms Dhoni) কথা কে না জানে। ৪২ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেটারের নেতৃত্বে ভারতীয় দল আইসিসির প্রায় সব…

BCCI Officially Retires Jersey Number Seven in Honor of Ms Dhoni

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Ms Dhoni) কথা কে না জানে। ৪২ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেটারের নেতৃত্বে ভারতীয় দল আইসিসির প্রায় সব গুলো শিরোপা জিতেছে। শুধু তাই নয়, তার অধিনায়কত্বে ভারতীয় দল অনেক গুরুত্বপূর্ণ সফরেও বিজয় পতাকা উত্তোলন করেছে। এ কারণেই পুরো বিশ্ব তার অধিনায়কত্ব এবং খেলার কথা এখনও আলোচনা করে।

আরও পড়ুন: IND VS SA: সূর্যকুমারের সেঞ্চুরির দিনেই ভারতের জন্য খারাপ খবর  

ধোনি যখন ভারতীয় দলে যোগ দিয়েছিলেন, তখন তিনি সাত নম্বর জার্সিতে (৭) খেলেছিলেন। ক্রিকেটে মাহির অতুলনীয় অবদানের কথা বিবেচনা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাকে বিশেষ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে। ধোনির জার্সি নম্বর ৭ অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অর্থাৎ মাহির পর ভারতীয় দলে আর কেউ সাত নম্বর জার্সি ব্যবহার করতে পারবেন না। ধোনির আগে ক্রীড়া জগতে ‘ক্রিকেটের ঈশ্বর’ হিসেবে পরিচিত শচীন তেন্ডুলকারের ১০ নম্বর জার্সি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তেন্ডুলকার ভারতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: East Bengal-Mumbai City FC: মশালবাহিনীর রাতের ঘুম কেড়েছেন স্টুয়ার্ট, মান রাখতে পারবেন ক্লেটনরা? 

বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ভারতীয় দলের বর্তমান খেলোয়াড়দের জানানো হয়েছে যে ধোনির ৭ নম্বর জার্সি ব্যবহার এখন থেকে নিষিদ্ধ। দলে প্রবেশ করা নতুন খেলোয়াড়দের আর ৭ ও ১০ নম্বর জার্সির বিকল্প দেওয়া হবে না। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের প্রতি সম্মান জানাতে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।