হজরত মহম্মদকে নিয়ে হিন্দুত্ববাদী নেত্রী নুপুর শর্মার মন্তব্য ঘিরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এর মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ((Prahlad Singh Patel)৷ তাঁর বক্তব্য দেশের একাধিক শহরে গোষ্ঠি সংঘর্ষ পরিস্থিতি তৈরি করার জন্য পাকিস্তান দায়ী। ভারতের এত জনপ্রিয়তা কিছু দেশ সহ্য করতে পারছে না।
জব্বলপুরে সাংবাদিক সম্মেলনে প্যাটেল বলেন, এই ধরনের ঘটনার পর এবার সমাজকে সজাগ হতে হবে। কারণ, এই ধরনের একতা এবং অখণ্ডতা ভাঙার বারবার প্রয়াস চলছে। কিন্তু সরকারকেও কড়া পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারনে নূপুর শর্মাকে ছয় বছরের জন্য বিজেপি থেকে সাসপেণ্ড করা হয়৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। নূপুর শর্মাকে গ্রেফতারের দাবিতে সারা দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। একাধিক শহরে কার্ফু জারি করা হয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এরই মধ্যে কেন্দ্রীয় নেতার এধরনের মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে।