Howrah Violence: সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে রাজভবনে বিজেপি প্রতিনিধি দল

হিংসা কবলত হাওড়ায় যেতে গিয়ে বিজেপি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গ্রেফতার হয়েছেন। প্রতিবাদে শনিবার রাজভবনে উপস্থিত হয় বিজেপির প্রতিনিধি দল৷ ছিলেন রাহুল…

After sukanta majumdar arrest Bjp delegation visit raj bhavan

হিংসা কবলত হাওড়ায় যেতে গিয়ে বিজেপি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গ্রেফতার হয়েছেন। প্রতিবাদে শনিবার রাজভবনে উপস্থিত হয় বিজেপির প্রতিনিধি দল৷ ছিলেন রাহুল সিনহা, প্রিয়াঙ্কা টিবরেওয়াল, জগন্নাথ চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্য্য এবং অগ্নিমিত্রা পল।

গ্রেফতারের পর সুকান্ত মজুমদারকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। সেই বিষয়েই নালিশ জানাতে রাজভবনে উপস্থিত হয় বিজেপির প্রতিনিধি দল। হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা হজরত মহম্মদের সমালোচনা করায় দেশ জুড়ে বিক্ষোভ চলছে। শুক্রবার বিক্ষোভ হিংসাত্মক হয়। তছনছ করা হয় উলুবেড়িয়ার বিজেপির পার্টি অফিস।

শনিবার সকালে সেই পার্টি অফিস দেখতে রওনা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু হাওড়া ঢোকার আগেই আটকে দেওয়া হয় তাঁকে। কেন আটকে দেওয়া হল সুকান্ত মজুমদারকে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব।

সুকান্ত মজুমদারকে গ্রেফতারের ঘটনায় কড়া নিন্দা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রবিবার উলুবেড়িয়া ক্ষতিগ্রস্ত বিজেপির পার্টি অফিস দেখতে রওনা দেবেন বলে জানান।