Blackheads: ১০ মিনিটে বাই বাই ব্ল্যাক হেডস

নাকে পাশে,থুতনির ওপরে উঁকি মারে তারা। ফাউন্ডেশন, কমপ্যাক্ট ধুত্তুরি কিছুতেই লুকোয় না । বড্ড জেদি ব্ল্যাক হেডস (Blackheads)। গরমকালে ব্ল্যাক হেডস সমস্যার শুরু। ঘামে ভেজা,…

How To Get Rid of Blackheads Naturally

নাকে পাশে,থুতনির ওপরে উঁকি মারে তারা। ফাউন্ডেশন, কমপ্যাক্ট ধুত্তুরি কিছুতেই লুকোয় না । বড্ড জেদি ব্ল্যাক হেডস (Blackheads)। গরমকালে ব্ল্যাক হেডস সমস্যার শুরু। ঘামে ভেজা, তেল চিপচিপে মুখে জমতে থাকা ধুলো, সেই থেকেই হোয়াইট হেডস। যা পরে হৃষ্টপুষ্ট হয়ে ব্ল্যাক হেডস।

ছেলে মেয়ে সবারই প্রায় এই এক সমস্যা। অগত্যা নাকের ডগা চেপে চেপে লাল। তবে আর না। মাত্র ১০ মিনিট। তারপর চিরতরে বাই বাই ব্ল্যাক হেডস।

কী করতে হবে:
বেশি কিছু না। ঘরোয়া কয়েকটি টোটকা। আর আপনি পাবেন সুন্দর উজ্জ্বল ত্বক।

ডিম: ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন। ত্বকে যেসব জায়গায় ব্ল্যাক হেডস রয়েছে তার ওপর ডিমের প্রলেপ দিন। এবার প্রলেপের ওপরে টিস্যু পেপার চেপে চেপে লাগান। ১০ মিনিট পর টিস্যু পেপার মাস্কের মতো টেনে তুলে ফেলুন। তারপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
টুথপেস্ট: টুথপেস্ট পুরু করে ব্ল্যাক হেডসের উপরে লাগান। ১০ মিনিট পর শুকিয়ে গেলে জল নয়, হালকা হাতে খুঁটে খুঁটে তুলে ফেলুন। শেষে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

বেকিং পাউডার: বেকিং পাউডারের সঙ্গে, সামান্য লবণ ও জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার ব্ল্যাক হেডসের ওপর লাগান। ১০ মিনিট পর জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন।

দারুচিনি: প্রথমে দারুচিনির গুড়ো করে নিন। তার সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্ল্যাক হেডসের উপর এই পেস্টটি লাগান। ১০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলুন।