Pulwama: এনকাউন্টারে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ জঙ্গি

 কুলগামের পর এবার সোনা জঙ্গি সংঘর্ষে অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার দ্রাবগাম এলাকা। এই এলাকায় এনকাউন্টার চলছে বলে খবর। এক জঙ্গিকে গুলি করে…

 কুলগামের পর এবার সোনা জঙ্গি সংঘর্ষে অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার দ্রাবগাম এলাকা। এই এলাকায় এনকাউন্টার চলছে বলে খবর। এক জঙ্গিকে গুলি করে খতম করেছে নিরাপত্তা বাহিনী।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালানোর জন্য এলাকায় পৌঁছেছিল। তবে নিরাপত্তা রক্ষীদের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলি ছোঁড়েন নিরাপত্তারক্ষীরা। তবে ওই এলাকায় ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

এর আগে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত দুই ‘হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করেছিল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে সোপোর এলাকার গুরসিরে পুলিশ, সিআরপিএফ ও সেনার যৌথ উদ্যোগে তৈরি করা একটি চেকপোস্টের কাছ থেকে জঙ্গিদের গ্রেফতার করা হয়।

এদিকে জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশের এক মুখপাত্র বলেন, নিরাপত্তা বাহিনী দারপোরা-ডেলিনা থেকে সিরের দিকে আসা দু’জনকে আটক করে, যারা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তাদের আটক করা হয়।