Afganistan Blast: ধারাবাহিক বিস্ফোরণে কাঁপল কাবুল, হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা

প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল আফগানিস্তানের (Afganistan) কাবুল। জানা গিয়েছে, মঙ্গলবার কাবুলের পশ্চিমাঞ্চলের একটি হাইস্কুলে পরপর তিনটি বিস্ফোরণ হয়। আর বিস্ফোরণের জেরে বেশ কয়েকজন নিহত…

Afganistan Blast: ধারাবাহিক বিস্ফোরণে কাঁপল কাবুল, হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা

প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল আফগানিস্তানের (Afganistan) কাবুল। জানা গিয়েছে, মঙ্গলবার কাবুলের পশ্চিমাঞ্চলের একটি হাইস্কুলে পরপর তিনটি বিস্ফোরণ হয়। আর বিস্ফোরণের জেরে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা।

কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, ‘তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শিয়া (Shea) সম্প্রদায়ের কিছু মানুষ মারা গিয়েছেন। আহত হয়েছেন বহু।’

তালিবান জঙ্গি সরকার শাসনে আগেও বেশ কয়েকবার বিস্ফোরণ হয়েছে। তালিবান জঙ্গিদের দাবি, নাশকতার পিছনে ইসলামিক স্টেট জড়িত। 

স্থানীয় এক হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান জানান, বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

Advertisements

এদিকে এখনো অবধি এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তালিবানদের দাবি, আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে তারা দেশটিকে সুরক্ষিত করেছে, তবে আন্তর্জাতিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন যে জঙ্গিবাদে পুনরুত্থানের ঝুঁকি এখনও রয়ে গেছে এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীটি বেশ কয়েকটি বড় হামলার দাবি করেছে।