লখিমপুর কাণ্ডে (Lakhimpur Kheri) সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। তাঁর জামিন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। যার ফলে মাস দু’য়েক বাইরে থাকার পর ফের জেলে যেতে হবে উত্তরপ্রদেশের প্রভাবশালী এই বিজেপি নেতাকে। এক সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, “ঘটনায় পীড়িতদের কথা শুনতে অস্বীকার করা এবং উচ্চ আদালত যে তাড়াহুড়ো দেখিয়েছে, তা জামিনের আদেশ বাতিল করার যোগ্য। আদেশটি বজায় রাখা যাবে না এবং আলাদা করে রাখতে হবে”।
আদেশের পর পীড়িতদের পক্ষের উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট দুশ্যন্ত দাভে একটি অনুরোধ করেছিলেন যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিষয়টি বিবেচনা করার জন্য অন্য একটি বেঞ্চ বরাদ্দ করার জন্য অনুরোধ করা হোক। বেঞ্চ বলেছে যে সে বিষয়ে কোনও কিছু পর্যবেক্ষণ করার প্রয়োজন নেই এবং বিষয়টি হাইকোর্টের প্রধান বিচারপতির উপর ছেড়ে দেওয়া হয়েছে।
ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ লখিমপুর খেরির নিহত কৃষকদের পরিবারের সদস্যদের দায়ের করা একটি বিশেষ আবেদনে এই নির্দেশ জারি করেছে। গত ১০ ফেব্রুয়ারি যা এলাহাবাদ হাইকোর্ট অভিযুক্ত আশিস মিশ্রকে জামিন দিয়েছিল।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ অক্টোবর লখিমপুরের টিকুনিয়ায় হিংসায় ৪ জন নিহত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র ওরফে মনুর বিরুদ্ধে কৃষকদের গাড়ির চাকায় পিষে ফেলেন বলে অভিযোগ। সেইসময়ে এই ঘটনায় উত্তরপ্রদেশের সিট ৫ হাজার পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছিল।