ইতিহাসের পাতায় নাম তুললেন রয় কৃষ্ণা। জাতীয় দলের জার্সি গায়ে ফের গোল করেছেন তিনি। তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) পক্ষ থেকে।
ভানুয়াতুর বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছি ফিজি। সেখানে জোড়া গোল করেছেন রয় কৃষ্ণা। এই ম্যাচে গোল দুটি করার মাধ্যমে ইতিহাস গড়েছেন তিনি। ফিজির জাতীয় দলে বাগানের স্ট্রাইকার লাভ করেছেন দেশের সর্বোচ্চ গোল স্কোরারের তকমা। পরিসংখ্যান অনুযায়ী ফিজির হয়ে ৪২ টি ম্যাচ খেলেছেন রয়। করেছেন ২৩ টি গোল। যা তাঁর দেশের ফুটবল ইতিহাসে এক মাইল ফলক।
Our talismanic striker has become Fiji’s highest-ever goalscorer following a brace in a friendly against Vanuatu in Qatar.🔥🔥
Many congratulations Roy!👊#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/rUs19FonsH
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 29, 2022
ফিজির জাতীয় দলের অধিনায়ক রয় কৃষ্ণা। তবে সম্প্রতি হয়েছিল ছন্দ পতন। বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী পর্বে একের পর এক ম্যাচে পরাস্ত হয়েছিল ফিজি। যার ফলে এবারের মতো শেষ হয়েছে তাঁদের বিশ্বকাপ খেলার স্বপ্ন।
<
p style=”text-align: justify;”>আসন্ন কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির ফিজি পরাস্ত হয়েছিল। এর আগের ম্যাচে হারতে হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পরপর দুই ম্যাচে পরাজয়ের পর বিশ্বকাপের স্বপ্ন পূরণ হয়নি কৃষ্ণাদের।