কার্ল ম্যাক হিউয়ের মতো এক বিদেশিকে সই করাল I League ক্লাব

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারকে দলে নিয়ে নিল আই লীগের (I-League) ক্লাব। বিদেশি এই ফুটবলারের ধরণ অনেকটা কার্ল ম্যাক হিউয়ের মতো।

Ivan Marić

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারকে দলে নিয়ে নিল আই লীগের (I-League) ক্লাব। বিদেশি এই ফুটবলারের ধরণ অনেকটা কার্ল ম্যাক হিউয়ের মতো। মানে রক্ষণের পাশাপাশি মাঝমাঠে খেলতে পারেন সার্বিয়ার এই ফুটবলার। ডিফেন্সিভ স্কিল ভালো।

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, আই লীগের দল আইজল ফুটবল ক্লাবে তাদের স্কোয়াডে চূড়ান্ত করেছে সার্বিয়ার ফুটবলার Ivan Marić কে। ২৯ বছর বয়সী এই ফুটবলার মূলত রক্ষণ ভাগের খেলোয়াড়। তবে দলের প্রয়োজনে মাঠে একাধিক পজিশনে খেলতে পারেন। সেন্টার ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে তিনি খেলতে অভ্যস্ত। উইং ব্যাক হিসেবেও খেলতে দেখা গিয়েছে তাকে।

দেশের উত্তর পূর্ব অংশে সমস্যার প্রভাব পড়েছিল সেখানকার ফুটবল দলগুলোর ওপরেও। কিছুটা দেরিতে দল গঠনের কাজে হাত দিয়েছিল নর্থ ইস্ট অঞ্চলের ক্লাবগুলো। আইজল ভারতীয় ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব। প্রতি মরসুমে একাধিক প্রতিভাবান ফুটবলারকে খেলার সুযোগ দেয় মূল দলে। তরুণ ফুটবলারদের সঙ্গে অভিজ্ঞ বিদেশি খেলোয়াড়দের যুক্ত করে ভারসাম্য যুক্ত দল গঠন করেছে আইজল।

এশিয়ান ফুটবল সম্পর্কে ভালো ধারণা রয়েছে সার্বিয়ার Ivan Marić এর। খেলেছেন বাংলাদেশের ক্লাবে। ঢাকার স্বাধীনতা ক্রীড়া সংঘের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। তাছাড়া সিনিয়র কেরিয়ারে একাধিক দেশের ক্লাবে খেলেছেন ইভান। রয়েছে গোল করার ক্ষমতা।