Bihar: পাটনায় শাসক দলের নেতা খুন, বিতর্কে নীতীশ কুমার প্রশাসন

পাটনায় খুন শাসক দলের নেতা, নীতীশের রাজ্য বিহারের (Bihar) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠল প্রশ্ন। সোমবার রাতে পাটনায় নিজের বাড়ির সামনেই খুন হন জেডিইউ নেতা দীপক…

JDU leader Deepak Mehta

পাটনায় খুন শাসক দলের নেতা, নীতীশের রাজ্য বিহারের (Bihar) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠল প্রশ্ন। সোমবার রাতে পাটনায় নিজের বাড়ির সামনেই খুন হন জেডিইউ নেতা দীপক কুমার মেহতা। নাসরিগঞ্জে যেখানে ওই জেডিইউ নেতার উপর হামলা হয় তার খুব কাছেই রয়েছে পুলিশ ফাঁড়ি। তারপরেও শাসক দলের একজন নেতাকে খুন করে দুষ্কৃতীরা চম্পট দেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিরোধীদল আরজেডি একাধিকবার অভিযোগ করেছে বিজেপি-জেডিইউ শাসিত বিহারে আইনশৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি হয়েছে। মৃত দীপক কুমার ছিলেন দানাপুর জেডিইউ নগর পরিষদের সহ-সভাপতি। পুলিশ জানিয়েছে সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন দীপক। সে সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে খুব কাছ থেকে গুলি করে। সঙ্গে সঙ্গেই গুরুতর জখম দীপককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছ’টি কার্তুজের খোল উদ্ধার করেছে।

   

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই খুনের পিছনে সুপারি কিলারদের ব্যবহার করা হয়েছে। এই নিয়ে গত কয়েক মাসে বিহারে ১০টি রাজনৈতিক খুন হল।

স্বভাবতই নীতীশ কুমারের শাসনে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। মৃত জেডিইউ নেতার আত্মীয় প্রিয়রঞ্জন কুমার জানিয়েছেন, রাজনৈতিক কারণেই দীপককে খুন করা হয়েছে। সামনে লোকাল বোর্ডের নির্বাচন। তারই প্রস্তুতি নিচ্ছিলেন দীপক। সেজন্য তাঁকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে। শাসক দলের নেতা খুন হওয়ায় এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নামানো হয় অতিরিক্ত পুলিশ।