বিপ্লব রাজ্যে লাভ জিহাদের শিকার নাবালিকা

লাভ জিহাদের ছায়া এবার ত্রিপুরায়। নিজের ধর্মীয় পরিচয় গোপন করে হিন্দু নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছিল আব্দুল রফিক নামক এক যুবক। পরে সেই নাবালিকাকে অপহরণ…

লাভ জিহাদের ছায়া এবার ত্রিপুরায়। নিজের ধর্মীয় পরিচয় গোপন করে হিন্দু নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছিল আব্দুল রফিক নামক এক যুবক। পরে সেই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় সে। অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে যে ওই অপহৃত নাবালিকার বাড়ি গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ এলাকায়। সেখান থেকে ওই মেয়েটিকে রাজধানী আগরতলায় নিয়ে আসে আব্দুল। পশ্চিম আগরতলা থাকা এলাকার রামনগরের বাসিন্দা অভিযুক্ত যুবক আব্দুল রফিক। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের পক্ষ থেকে।

   

সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রাধাকিশোরপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় রাজ্যের সকল থানায়। অবশেষে সোমবার রাতে আগরতলা রামনগর ফাঁড়ি থানার সহযোগিতায় আবুল রফিককে গ্রেপ্তার করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসেন। মঙ্গলবার অভিযুক্তকে উদয়পুর জেলা আদালতে তোলা হবে বলে জানান রাধাকিশোরপুর থানার সেকেন্ড অফিসার রিপিতা ভট্টাচার্য।

উল্লেখ্য গত বেশ কয়েক দিন যাবত উদয়পুর মহাকুমায় লাভ জিহাদের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। অভিযোগ একটা অংশের উৎশৃংখল মুসলিম যুবকরা পরিচয় গোপন করে হিন্দু মেয়েদের ভালবাসার ফাঁদে ফেলে অপহরণ করে নিয়ে যাচ্ছেন। বর্তমানে পুনরায় উদয়পুর রাজারবাগ এলাকায় লাভ জিহাদের ঘটনায় নাবালিকা অপহরণকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

সোমবার রাত থেকেই সাধারণ মানুষ জোরালো দাবি তোলেন নাবালিকা অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত আব্দুল রফিকের কঠোর থেকে কঠোরতম শাস্তির। গত এক সপ্তাহে উদয়পুর মহাকুমায় দুই দুটি লাভ জিহাদের ঘটনায় টানটান উত্তেজনা ছড়িয়ে রয়েছে সর্বত্র।