মিলন পণ্ডা, খেজুরি: পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় সমিতির নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে তৃণমূল কংগ্রেস। এগরা-র পর এবার খেজুরিতেও (Khejuri Co-op Polls) খাতা খুলতে ব্যর্থ হল শাসক দল। বিজেপি সমর্থিত প্রার্থীদের সামনেই কার্যত আত্মসমর্পণ করতে হল তৃণমূলকে। ২০২৫ সালের খেজুরি ২ ব্লকের অন্তর্গত হলুদবাড়ি চৌদ্দচুল্লি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৯টি আসনের সবকটিতেই জয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির।
এই জয়ে উল্লসিত বিজেপি কর্মী-সমর্থকরা গেরুয়া আবির মেখে রাস্তায় নেমে উৎসব পালন করেন। চৌদ্দচুল্লি সহ আশপাশের এলাকায় সকাল থেকেই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হলেও, ফল প্রকাশের পর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। একের পর এক সমবায় সমিতির নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ায় শাসকদলের রাজনৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, “খেজুরি ২ ব্লকের সমবায় সমিতিতে ৯টির মধ্যে ৯টিতেই বিজেপি সমর্থিত প্রার্থীরা জিতেছে। মানুষ আবারও বুঝিয়ে দিল—চোর তৃণমূলের পাশে তারা নেই। ২১ সালে ওরা হেরেছিল, এবার ২৬ তে আরও বড় হার অপেক্ষা করছে।” তিনি আরও দাবি করেন, এটা প্রমাণ করে পূর্ব মেদিনীপুরে বিজেপির সাংগঠনিক ভিত কতটা মজবুত হয়েছে।
অন্যদিকে এই জয়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, “সমবায় সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রতীক থাকে না। এটা সম্পূর্ণ অরাজনৈতিক নির্বাচন। অহেতুক বিজেপি একে রাজনৈতিক রঙ দিচ্ছে।”
তবে পরপর একাধিক সমবায়ে এমন ফলাফলে ঘরোয়া মহলেও স্বীকার করছেন, মাঠপর্যায়ে সংগঠন দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে এগরা, ভগবানপুর, খেজুরি, কাঁথির মতো অঞ্চলে বিজেপির জনভিত্তি ধীরে ধীরে মজবুত হচ্ছে বলেই অনেকে মনে করছেন।
এই পরপর ফলাফলের পর রাজনীতিক মহলে প্রশ্ন উঠছে—তাহলে কি ২০২৬-এর বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরে শক্ত জমি গড়ে নিচ্ছে বিজেপি? যে জেলায় তৃণমূল এতদিন ধরেই সংগঠনের দিক থেকে অনেকটা এগিয়ে ছিল, সেখানে এখন একের পর এক ব্যর্থতা কী বার্তা দিচ্ছে?
বিশেষজ্ঞদের মতে, “সমবায় নির্বাচনের ফল যতই অরাজনৈতিক বলা হোক না কেন, এর মাধ্যমে এলাকার মানুষের মনোভাব স্পষ্ট হচ্ছে। আর সেটাই বড় চিন্তার বিষয় হয়ে উঠছে তৃণমূলের কাছে।”
একদিকে বিজেপি এই জয়কে ভবিষ্যতের বার্তা হিসেবে দেখছে, অন্যদিকে তৃণমূল এখনও আত্মবিশ্বাসী যে বড় নির্বাচনে তারা ঘুরে দাঁড়াবে। তবে এখনই একথা বলাই যায়—পূর্ব মেদিনীপুরের গ্রামাঞ্চলে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে।