বেঙ্গালুরুর এই উইঙ্গারের দিকে নজর বাংলার এক ক্লাবের

গত বছর দেশীয় ক্লাব ফুটবলে অনবদ্য পারফরম্যান্স ছিল ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC)। প্রিমিয়ার ডিভিশন লিগের চূড়ান্ত সাফল্য নিয়ে অনিশ্চয়তা থাকলেও সর্বভারতীয় ক্লাব টুর্নামেন্ট…

Halicharan Narzary, Bengaluru FC, ISL winning team, signing, squad, talent, upcoming season

গত বছর দেশীয় ক্লাব ফুটবলে অনবদ্য পারফরম্যান্স ছিল ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC)। প্রিমিয়ার ডিভিশন লিগের চূড়ান্ত সাফল্য নিয়ে অনিশ্চয়তা থাকলেও সর্বভারতীয় ক্লাব টুর্নামেন্ট গুলিতে যথেষ্ট দক্ষতার সাথে নিজেদের অস্তিত্ব প্রমাণ করেছিল কিবু ভিকুনার ছেলেরা। তৃতীয় ডিভিশন আইলিগের পাশাপাশি দেশের দ্বিতীয় ডিভিশন আইলিগে ও বজায় ছিল বাংলার এই ফুটবল ক্লাবের দাপট। অতি সহজেই তাঁরা পিছনে ফেলে দিয়েছিল চানমারি এফসির মতো শক্তিশালী দলকে। শেষ পর্যন্ত দ্বিতীয় ডিভিশন আইলিগ জয় করে প্রথম ডিভিশন আইলিগে খেলা ছাড়পত্র সংগ্রহ করে ডায়মন্ড হারবার। সেই নিয়ে যথেষ্ট খুশি ফুটবলপ্রেমীরা।

যারফলে দেশের ক্লাব ফুটবলের প্রায় প্রতিটি স্তরেই বজায় থাকল‌ বাংলার ক্লাবগুলি। অতি অল্প সময়ের মধ্যে আইলিগের সর্বোচ্চ পর্যায় সুযোগ করে নেওয়া, নিঃসন্দেহে বিরাট বড় পাওনা। সেই কথা মাথায় রেখেই এবার দল গঠনের কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল খেলা একাধিক তারকাদের ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। বিদেশি ফুটবলারদের পাশাপাশি এক্ষেত্রে সমানভাবে গুরুত্ব পেয়েছে ভারতীয় ফুটবলাররা। এবার সেই তালিকায় যুক্ত হতে পারেন বেঙ্গালুরু এফসির উইঙ্গার হালিচরণ নার্জারি। হিসাব অনুযায়ী আগামী বছর পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে এই ফুটবল ক্লাবের।

   

সেই দিকে নজরে রেখেই হয়তো বাড়তি ট্রান্সফার ফি দিয়ে এই অসমীয়া ফুটবলারকে দলে টানতে পারে ডায়মন্ড হারবার। কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। অপরদিকে, গতবারের হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বেঙ্গালুরুর। নিজেদের ভুল ত্রুটি শুধরে নতুন করে দল গোছাতে তৎপর ছিল জেরার্ড জারাগোজা। এই স্প্যানিশ কোচের পছন্দ অনুযায়ী বেশ কিছু ফুটবলারদের দিকে নজর ছিল ভারতের এই দলের। তাঁদের সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে গিয়েছে ম্যানেজমেন্ট।

Advertisements

তবে শুধুমাত্র খেলোয়াড় সই করানো নয়। দলের বেশ কিছু ফুটবলারদের রিলিজ করে দেওয়ার ও পরিকল্পনা ছিল আইএসএল জয়ী এই ক্লাবের। সেই তালিকায় যুক্ত হতে পারে এই ফুটবলারের নাম।