সবুজ মেরুন (Mohun Bagan) জার্সিতে ছিলেন অল্প সময়। তার মধ্যেই জাত চিনিয়েছেন কোমরন তুর্সুনভ (Komron Tursunov)। সমর্থকরা যেমন তাঁকে ভালোবেসেছিলেন, তেমনই তুর্সুনভ ভালোবেসে ফেলেছিলেন কলকাতাকে।
এক সাক্ষাৎকারে তাজিকিস্তানের এই স্ট্রাইকার জানিয়েছিলেন যে তিনি বলিউড সিনেমার বড় ভক্ত। শুধু তিনি নন, তাজিকিস্তানে ভারতীয় সিনেমার প্রচুর দর্শক রয়েছে বলে তিনি জানিয়েছিলেন।
তুর্সুনভের প্রিয় অভিনেতা কে? করা হয়েছিল প্রশ্ন। সাক্ষাৎকারে বলেছিলেন মিঠুন চক্রবর্তীর নাম। তিনি জানতেন কলকাতায় মিঠুন চক্রবর্তীর ভক্ত অগুনতি। এছাড়াও অমিতাভ বচ্চন, রাজ কাপুর সহ একাধিক শিল্পীর নাম নিয়েছিলেন তিনি।
কলকাতাকে দ্বিতীয় বাড়ি বলে মনে করেন মোহন বাগানে খেলে যাওয়া কোমরন তুর্সুনভ। ‘ মোহনবাগানে চ্যাম্পিয়নের খেতাব পেয়েছিলাম। প্রচুর ভালোবাসা পেয়েছি এই শহর থেকে… বিরিয়ানির প্রতি প্রেম ভারতে খেলতে এসে ‘, হাসতে হাসতে বলেছিলেন তিনি।
বাগানের (৮ ম্যাচে ২ গোল) খেলার পর কোমরন যোগ দিয়েছিলেন ট্রাই ফুটবল ক্লাবে (১৩ ম্যাচে ৬ গোল)। এছাড়াও ছিলেন রাজস্থান ইউনাইটেডের স্কোয়াডে। ২০২২ মরসুমে চার্চিল ব্রাদার্সে।