ATK Mohun Bagan: জাতীয় মহিলা লিগ নিয়ে ‘বিস্ফোরক’ মোহনবাগান সচিব

এবারের ফুটবল মরশুমে সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। পাশাপাশি রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে তাদের।

Debashis Dutta

এবারের ফুটবল মরশুমে সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। পাশাপাশি রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে তাদের। এক কথায় বলতে গেলে যথেষ্ট ভালো মরশুম গিয়েছে সবুজ-মেরুনের। যা দেখে বেশ আত্মবিশ্বাসী মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত।

সেই আত্মবিশ্বাস কে হাতিয়ার করেই এবার জাতীয় মহিলা লিগ নিয়ে মুখ খুললেন তিনি। আসলে মোহনবাগানের সাফল্য কে মাথায় রেখে গতকাল একটি অনুষ্ঠানের আয়োজন করে বিরাটি মেরিনার্স। সেখানে উপস্থিত থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন এই বাগান কর্তা।

তিনি বলেন, কেবলমাত্র কন্যাশ্রী কাপ খেলার জন্য আমরা দল বানানো না। যদি টিম বানাই তাহলে আইডব্লিউএল খেলার জন্য বানাবো। ভাড়া করে খেলোয়াড় নিয়ে এসে শুধুমাত্র একটা টুর্নামেন্ট খেলার জন্য দল গঠন করবে না। আপনারা সকলেই জানবেন, দেশের চ্যাম্পিয়নশিপ খেলার জন্যই দল তৈরি হবে। যারা আগামী দিনে সাফল্য নিয়ে আসবে।

এছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে ইমি মার্টিনেজ আসার বিষয়ে ও কথা বলতে শোনা যায় দেবাশীষ দত্ত কে। তিনি বলেন, এই তারকা গোলরক্ষক কে আনার জন্য আমাদের কথাবার্তা চলছে। দেখুন পেলে আমাদের বিরুদ্ধে খেলেছে। ভালদেরামা ও মারাদোনা আমাদের মাঠে এসেছে। এছাড়াও গোলরক্ষকদের মধ্য থেকে অলিভারকান আমাদের সাথেই শেষ ম্যাচ খেলেছিলেন।

মোট কথা আমরা ক্রীড়া নিয়ে এগিয়ে যেতে চাই। সেই কাজ কীভাবে করা যায় সেই চেষ্টাই থাকবে আমাদের। তবে বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষকের প্রসঙ্গে তিনি বলেন, আমরা ওনাকে আনার পুরো চেষ্টা চালাচ্ছি। যখন চূড়ান্ত হয়ে যাবে আমরা জানিয়ে দেব।