আস্থা ভোটের সম্মুখীন হতে পারে সরকার, ঘুম উড়েছে ইমরানের

অনাস্থার মুখে পড়তে পারে পাকিস্তানের ইমরান খান সরকার। প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের চারটি মূল জোট অংশীদার এখন বিরুদ্ধে চলে গিয়েছে। সমর্থন তুলে নেওয়ার হুমকিও…

Pakistan's PM Khan

অনাস্থার মুখে পড়তে পারে পাকিস্তানের ইমরান খান সরকার। প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের চারটি মূল জোট অংশীদার এখন বিরুদ্ধে চলে গিয়েছে। সমর্থন তুলে নেওয়ার হুমকিও পেয়েছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দল।

পাকিস্তান মুসলিম লিগ-কিউ কেন্দ্র এবং পাঞ্জাব প্রদেশে পাকিস্তান তেহরিক ই ইনসাফের একটি গুরুত্বপূর্ণ জোটশক্তি। প্রধানমন্ত্রী ইমরান খানকে তারা উসমান বুজদারের জায়গায় চৌধুরী পারভেজ এলাহিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোষণা করার কথা বলে। জাতীয় সংসদে ডাকার আগেই প্রধানমন্ত্রীকে এই ঘোষণা করতে বলা হয়। এর ফলেই বিরোধীরা অনাস্থার দিকে এগোয়।

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ শনিবার অভিযোগ করেছেন যে পাকিস্তান মুসলিম লিগ-কিউ সমর্থনের বিনিময়ে সরকারকে ব্ল্যাকমেল করছে। আহমেদের সমালোচনা করে, ফেডারেল জলসম্পদ মন্ত্রী চৌধুরী মুনিস এলাহি টুইটারে অভিযোগ করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী “ছাত্রজীবনে দলের বড়দের কাছ থেকে টাকা নিতেন”।

উভয় পক্ষের এই টানাপোড়েনের পর ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক ই ইনসাফ এবং পাকিস্তান মুসলিম লিগ-কিউ-এর মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে আস্থা ভোটের সম্মুখীন হতে পারে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান সরকারকে।