হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন (Jennifer Aniston) প্রায়ই বিভিন্ন কারণে শিরোনামে আসেন। বিশ্ববিখ্যাত টিভি সিটকম ফ্রেন্ডস দিয়ে সারা বিশ্বে খ্যাতি অর্জন করা জেনিফার তার ব্যক্তিগত সম্পর্ক ও গর্ভাবস্থা নিয়ে গুজবের কেন্দ্রবিন্দুতে থেকেছেন বহুবার। সম্প্রতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার (Barack Obama) সঙ্গে তার নাম জড়িয়েছে।
সম্প্রতি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে বারাক (Barack Obama) ও মিশেল ওবামার সম্পর্ক নাকি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এই খবরে ঘি ঢেলে দেয় এক জনপ্রিয় ম্যাগাজিন ইনটাচ-এর একটি কভার স্টোরি, যেখানে জেনিফার ও বারাকের মধ্যে রসায়নের কথা বলা হয়েছে। রাডার অনলাইন-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত কয়েক বছরে বারাক ও মিশেলের সম্পর্কের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। তাদের খুব কমই একসঙ্গে দেখা যায়, যা এই গুজবকে আরও উসকে দিয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই জেনিফার অ্যানিস্টনের (Jennifer Aniston) সঙ্গে বারাক ওবামার (Barack Obama) নাম জড়ানো নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যবহারকারী নানা ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ এই গুজবে অবাক হয়েছেন। আবার কেউ মজার ছলে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কোনোভাবেই এই ধরনের গুজবে বিশ্বাস করেন না।
জেনিফার (Jennifer Aniston) এই গুজব নিয়ে মুখ খুলেছিলেন গত বছরের অক্টোবরে। জনপ্রিয় টক শো জিমি কিমেল লাইভ-এ। সেখানে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “আমি বারাক ওবামার সঙ্গে কেবল একবার দেখা করেছি। তবে মিশেলকে আমি অনেক ভালো করে চিনি।” প্রতিবেদন অনুযায়ী, জেনিফার (Jennifer Aniston) ও বারাক (Barack Obama) প্রথমবার দেখা করেন ২০০৭ সালে হলিউডের একটি অনুষ্ঠানে। তবে এই সাক্ষাৎ ছিল নিছকই এক সামাজিক পরিবেশের অংশ। এর সঙ্গে ডেটিং বা অন্য কোনো ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত ছিল না।
View this post on Instagram
জেনিফার অ্যানিস্টনের (Jennifer Aniston) ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই আলোচনার ঝড় উঠেছে। ২০০০ সালে তিনি বিয়ে করেছিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিটকে। এই বিয়ে পাঁচ বছর পর ২০০৫ সালে বিচ্ছেদে গিয়ে শেষ হয়। বিচ্ছেদের পর ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির সম্পর্ক নিয়ে বেশ আলোচনা হয়। পরে ২০১৫ সালে জেনিফার বিয়ে করেন জাস্টিন থেরাক্সকে। তবে সেই বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।