অগ্নিমূল্য বাজারে থিম্পুতে দড় হাঁকাচ্ছে কে পদ্মার ইলিশ নাকি গঙ্গার ইলিশ!

ডুরান্ড কাপে হতাশাজনক পারফম্যন্সের পর ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয় ম্যাচে হারের পর খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। দলের এই দুর্দিনের মধ্যেই এএফসি…

Football match in Thimphu, Bhutan Bangladesh Bashundhara Kings vs East Bengal of India Bangladesh Bashundhara Kings jersey color is red white and East Bengal jersey color is red yellow The first choice of the two groups is hilsa fish from the Ganges and Padma

ডুরান্ড কাপে হতাশাজনক পারফম্যন্সের পর ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয় ম্যাচে হারের পর খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। দলের এই দুর্দিনের মধ্যেই এএফসি চ্যালেঞ্জ লিগে তাঁদের অভিযান শুরু করেছে লাল-হলুদ শিবির। এক টানা আট ম্যাচে হারের পর এএফসির গ্ৰুপ পর্যায়ের প্রথম ম্যাচে পারো এফসির বিরুদ্ধে ড্র করে ক্লেন্টন সিলভারা। এরই মধ্যে মঙ্গলবার রাতে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই বঙ্গের দুই ইলিশ। একদিকে পদ্মার ইলিশ হাতে ওপার বাংলার বসুন্ধরা কিংস (Bashundhara Kings) এবং অন্যদিকে গঙ্গার ইলিশ হাতে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)।

এএফসিতে ভাগ্য নির্ধাণের ম্যাচে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ

   

ডুরান্ড কাপে হতাশাজনক পারফরম্যন্স প্রদর্শন করেছে দল এবং আইএসএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেললেও এখন পর্যন্ত সম্ভব হয়নি। মরশুমে এখনও পর্যন্ত জয় অধরা। যা মশাল ব্রিগেডের আত্মবিশ্বাসে বড় ধরনের ধাক্কা দিয়েছে। তবে দলের নতুন কোচ তথা বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচ অস্কার ব্রুজো ম্যাচের আগেই জানিয়ে দিয়েছেন, আমাদের ফুটবলাররা এবারের ম্যাচে সমস্ত পয়েন্ট সংগ্রহের চেষ্টা করবে। যা মশাল ব্রিগেডের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলেই মনে করছেন সমর্থকরা। তাই ম্যাচ শেষে পদ্মার ইলিশ ভুলে গঙ্গার ইলিশের স্বাদ নিতে মরিয়া মশাল বাহিনী।

৬৪ বছরের অবসান ঘটিয়ে প্রেমিকাকে খেতাব উৎসর্গ করেলন রদ্রি

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে লাল-হলুদের কোচ জানিয়েছেন, “আমি বসুন্ধরা কিংস সম্পর্কে সব জানি, এমন নয়। কিছু প্লেয়ার সম্পর্কে জানি। কারণ আমি ছাড়ার পর দলে পরিবর্তন হয়েছে। শেষ ম্যাচে বসুন্ধরার খেলা দেখেছি। ওঁদের সম্পর্কে এখন সেটুকুই আমার কাছে তথ্য আছে। তাঁর ভিত্তিতেই পরিকল্পনা তৈরি করছি।”

চেন্নাইয়িন এফসি নিয়ে ‘বিস্ফোরক’ গুরকিরাত সিং, লক্ষ্য আইএসএল খেতাব

অন্যদিকে বাংলাদেশের এই ক্লাবের কোচ ভ্যালেরিউ টিটা জানিয়েছন, ” ইস্টবেঙ্গল ভালো দল। ওদের ভালো কোচ রয়েছে। যিনি আমাদের খেলোয়াড়দের সম্পর্কে ভালো মতোই জানেন। দুই দলের জন্যই যথেষ্ট কঠিন ম্যাচ হতে চলেছে। যাদের পরবর্তী রাউন্ডে যেতে গেলে এই ম্যাচে জয় যথেষ্ট প্রয়োজন। আশা করছি আমরা ভালো পারফরম্যন্স করতে পারব। এই ম্যাচে ও আমাদের গোলের সুযোগ করে নিতে হবে। সেটা কাজে লাগিয়েই গোল তুলে নিতে হবে।”

মঙ্গলবার পেট্রোলের দাম কমে দাঁড়াল ৯৪.৭২ টাকা, ডিজেলের দাম কত?

সময় যত গড়াচ্ছে ম্যাচের উত্তাপ ততই বাড়ছে। এতদিন ইলিশ-চিংড়ির লড়াই দেখেছে বাংলার ফুটবলপ্রেমীরা। তবে আজ দেখবে এক অন্য রকম লড়াই, দুই বাংলার দুই দল মুখোমুখি হবে ইলিশ হাতে। কিন্তু ম্যাচ শেষে জানা যাবে কোন ইলিশের ঝাঁঝ বেশি, পদ্মার নাকি গঙ্গার।