Andrey Chernyshov : হায়দরাবাদের কাছে হেরে কোন কারণকে দায়ী করলেন কোচ চেরনিশভ!

ইন্ডিয়ান সুপার লিগের এই মরশুমে নতুন অভিযান শুরু করেছিল গতবারের আইলিগ চ্যাম্পিয়ন মহামেডান এসসি (Mohammedan SC)। মরশুম শুরুর পর থেকেই দুরন্ত পারফরম্যন্সে নিজেদের মেলে ধরেছিলেন…

Andrey Chernyshov blames fatigue after defeat

ইন্ডিয়ান সুপার লিগের এই মরশুমে নতুন অভিযান শুরু করেছিল গতবারের আইলিগ চ্যাম্পিয়ন মহামেডান এসসি (Mohammedan SC)। মরশুম শুরুর পর থেকেই দুরন্ত পারফরম্যন্সে নিজেদের মেলে ধরেছিলেন সাদা-কালো ব্রিগেডের ফুটবলাররা। তবে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের পর থেকেই নিজেদের ছন্দ হারিয়েছে চেরনিশভের ছেলেরা। টানা তিন ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে তাঁদের। কেরালার পর হায়দরাবাদের (Hyderabad FC) কাছে বড় গোলের ব্যবধানে হার হতাশ করেছে দলের সমর্থকদের। এদিন ০-৪ গোলে হারের পর দলের ফুটবলারদের ক্লান্তির কথা স্বীকার করলেন কোচ আন্দ্রে চেরনিশভ (Andrey Chernyshov)।

বাগান সমর্থকদর নিয়ে আবেগপ্রবণ কামিন্সদের প্রাক্তন সতীর্থ জোনি কউকো

   

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, “পরিকল্পনা অনুযায়ী আমরা এই ম্যাচে খেলতে পারিনি। প্রতিপক্ষ দলের চেয়ে আমাদের ছেলেরা একটু বেশিই ক্লান্ত ছিল। হায়দরাবাদ দল আজ যথেষ্ট চনমনে ছিল। ওরা গতিময় ফুটবল খেলেছে। আমাদের ছেলেরা সেই অনুযায়ী খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। প্রথমার্ধে আমরা নিজেদের ভুলের জন্য গোল হজম করেছি।”

তিন দিনেই লড়াইয়ের ইতি! ৬৯ বছর পর ঘরের মাঠে ভারতকে হারিয়ে ‘ইতিহাস’ কিউয়িদের

বিরতিতে তিন গোলে পিছিয়ে থাকার সময়ও যে ছবিটা পাল্টানোর আশা ছিল তাঁদের সে বিষয়ে চেরনিশভ বলেন, “বিরতিতে আমাদের মধ্যে ভালই আলোচনা হয়। আমরা তিন পরিবর্তন করে দল নামাই দ্বিতীয়ার্ধে। আমরা ম্যাচের ছবিটা পাল্টাতে চেয়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ওরা আর একটা গোল পেয়ে যায়। ফলে সব পরিকল্পনা ভেস্তে যায়”।

মহামেডানকে হারিয়ে আত্মবিশ্বাসী হায়দরাবাদ, বড় চ্যালেঞ্জের অপেক্ষায় মোহনবাগান

ম্যাচের প্রসঙ্গে কোচ বলনে,” আমরা অনেক গোলের সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু একটা গোলও করতে পারিনি। মাঝে মাঝে এ রকম হয়। কোনও কিছুই ঠিকঠাক হয় না। অনুশীলনে কিছু ভুল হচ্ছে, না মানসিকতায়, তা খুঁজে বার করতে হবে। সেই অনুযায়ী নিজেদের শোধরাতে হবে এবং কাজ চালিয়ে যেতে হবে।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর প্রশ্নের মুখে গৌতম গম্ভীরের ‘অতি আক্রমণাত্মক’ কৌশল

নিজাম শহরের দলের বিরুদ্ধে চোটের জন্য খেলতে পারেননি তাদের ঘানাইয়ান ডিফেন্ডার জোসেফ আজেই। তাঁর পরিবর্তে খেলেন নবাগত ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগেই। তবে মহমেডানর পরবর্তী ম্যাচ ৯ নভেম্বর, প্রতিপক্ষ ময়দানের আরেক প্রধান ইস্টবেঙ্গল। ফলত এই ডার্বিতে কি ফল হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে দুই দলের সমর্থকরা। এই ম্যাচের ওপর নির্ভর করছে লিগ টেবিলে দুই দলের অবস্থান কি হতে পারে। ১৩ নম্বরে রয়েছে লাল-হলুদ শিবির। এক ধাপ এগিয়ে অর্থাৎ ১২ নম্বরে রয়েছে মহামেডান।