Kalipuja: দুর্গাপুজোর মতোই কালিপুজোয় সরকারি অনুদানের দাবি কমিটিগুলির

দুর্গাপুজোতে দীর্ঘদিন ধরেই সরকারি কোষাগার থেকে অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার। সেই সঙ্গে পুজোর সময় বিদ্যুৎ বিলেও ছাড় দেওয়া হয় প্রতিবছরই। এবার সেই কারণেই দীপাবলী…

Kolkata Kalipujo commitees demands financial support from west bengal government

দুর্গাপুজোতে দীর্ঘদিন ধরেই সরকারি কোষাগার থেকে অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার। সেই সঙ্গে পুজোর সময় বিদ্যুৎ বিলেও ছাড় দেওয়া হয় প্রতিবছরই। এবার সেই কারণেই দীপাবলী কালিপুজোতেও (Kalipuja) রাজ্যের তরফ থেকে অনুদান দাবি করেছে রাজ্যের কালিপুজো কমিটিগুলিও। শহরের কালীপুজোর উদ্যোক্তাদের নিয়ে শনিবার সমন্বয় বৈঠকের আয়োজন করেছিল কলকাতা পুলিশ। সেখানেই ওই দাবি তোলে কমিটিগুলি। 

লেটের ঘোষণার সঙ্গেই স্পেশাল ট্রেন কোন লাইনে চলবে জানাল রেল

   

বিদ্যুতের বিলে ছাড় যাতে পাওয়া যায়, সেই আবেদনও করেছি।’’ এবছরও দুর্গাপুজোর সময়ে গোটা রাজ্যে পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। কমিটিগুলির দাবি, দীপাবলিও বাঙালির প্রাণের উৎসব। গোটা রাজ্য আলোর উৎসবে মেতে থাকে। তা হলে ছোট কালীপুজো কমিটিগুলি কেন বিদ্যুতের বিলে ছাড় পাবে না? 

লাইনে চলবে উন্নয়নের কাজ, বাতিল সহ ট্রেন ঘুরপথে যাত্রার ঘোষণা করল রেল

এই প্রসঙ্গে কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মাও বিষয়টি নিয়ে রাজ্যে প্রশাসনের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।

স্যান্টনারের জাদুতেই ‘প্রকট’ ব্যাটিং ব্যর্থতা, কোনওরকমে ড্রয়ের পথেই হাটঁছে ভারত?

এছাড়াও এদিনের সমন্বয় বৈঠকে ছিলেন ৃ কলকাতার সিপি, উচ্চপদস্থ পুলিশকর্তারা, থানার ওসিরা, এসিরা ছাড়াও উপস্থিত ছিলেন দমকল, সিইএসসি, পুরসভার প্রতিনিধিরা।