পুনে টেস্টে নিউজিল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য ৩৫৯ রানের বিশাল টার্গেট দিয়েছে। শনিবার তৃতীয় দিনে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৫৫ রানে থেমে যায়। প্রথম ইনিংসে তারা ২৫৯ রান করেছিল, যেখানে ভারত তার প্রথম ইনিংসে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায়। ভারতকে এখন এই টেস্টে জিততে হলে দুর্দান্ত পারফর্ম করতে হবে, কারণ ঘরের মাঠে ভারতের জন্য ৩০০ রান চেজ করা চ্যালেঞ্জের ব্যাপার। পুনে টেস্টে (IND vs NZ 2nd Test ) এটি হলে, কিউই দলের বিরুদ্ধে এটি ভারতের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান চেজ হয়ে থাকবে।
ভারতের ইতিহাসে ঘরের মাঠে ৩০০-এর বেশি রান তাড়া করার রেকর্ড খুব কমই আছে। ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে ভারত ৩৮৭ রান চেজ করে রেকর্ড গড়েছিল। এবার পুনে টেস্টে ৩৫৯ রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের টি-ব্রেক পর্যন্ত ৭ উইকেটে ১৭৮ রান তুলেছে ভারত। রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন ক্রিজে আছেন এবং তাদের থেকে চমৎকার পারফরম্যান্সের প্রত্যাশা করছে দল। মিচেল স্যান্টনার নিউজিল্যান্ডের হয়ে ইতিমধ্যেই পাঁচটি উইকেট নিয়েছেন, যার ফলে ভারত কিছুটা চাপে পড়েছে।
2nd Test, Day 3: India 156 and 178/7 at Tea, need 181 runs to beat New Zealand (259 and 255)#INDvNZ #INDvsNZ
Live Scorecard: https://t.co/cfwMbmCdSD
Live Updates: https://t.co/XzQtzTm89T pic.twitter.com/6VYTpmBfOj
— CricketNDTV (@CricketNDTV) October 26, 2024
রাহুল ইন, পূজারা আউট! বর্ডার-গাভাস্কার ট্রফিতে বাংলা থেকে একাধিক ‘চমক’ বিসিসিআইয়ের
ভারতের হয়ে এই মুহূর্তে কোনো বিশেষজ্ঞ ব্যাটার নেই। রোহিত শর্মা (৮) থেকে বিরাট কোহলি (১৭); জয়সওয়াল (৭৭) থেকে ঋষভ পন্থ (০) সকলেই ফিরেছেন স্যান্টনারের স্পিনের ধাঁধায় পা বাড়িয়ে। এছাড়াও শুভমন গিল (২৩), সরফরাজ খান (৯) শিকার হয়েছেন মিচেল স্যান্টনারের। পুনতে তৃতীয় দিনের সমস্ত উইকেটই নিউজিল্যান্ড পেয়েছে তাঁদের স্পিনারদের সৌজন্যে।
হার্দিকেরও বিকল্প ? অভিজ্ঞতার বদলে তারুণ্যেই আস্থা আগরকরের
পুনেতে যেভাবে ভারতের ব্যাটিং ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে তাতে অশ্বিন-জাদেজার লক্ষ্যে আপাতত একটাই কোনওরকমে এই টেস্ট (IND vs NZ 2nd Test) ড্র করে আপাতত তৃতীয় টেস্টের দিকে মননিবেশ করা। আপাতত ২৫ বল খেলে ৯ রানে ব্যাটিং করতে থাকা জাদেজা এবং ১৮ বল খেলে ১৩ রানে অপরাজিত থাকা অশ্বিন সেই কাজটাই করে চলেছেন। তবে ঘরের মাঠে টেস্ট খেলা হলে বারংবার জ্বলে উঠেছে অশ্বিনের ব্যার্ট। এছাড়া গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন জাদেজাও। আপাতত তাই এই দুই জুটির ওপর ভর করেই আশায় বুক বাঁধছেন সমর্থকরা।