তিন দিনেই লড়াইয়ের ইতি! ৬৯ বছর পর ঘরের মাঠে ভারতকে হারিয়ে ‘ইতিহাস’ কিউয়িদের

বেঙ্গালুরু টেস্টে লজ্জার হার হারতে হয়েছিল রোহিত শর্মা এন্ড কোম্পানিকে। তাই পুনেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই ঝাঁপিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। দলে বেশ কিছু পরিবর্তন এনে গৌতম গম্ভীর…

Team India Faces Historic Home Test Series Defeat After 4332 Days as New Zealand Clinches 2nd Test in Three Days

বেঙ্গালুরু টেস্টে লজ্জার হার হারতে হয়েছিল রোহিত শর্মা এন্ড কোম্পানিকে। তাই পুনেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই ঝাঁপিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। দলে বেশ কিছু পরিবর্তন এনে গৌতম গম্ভীর খোদ দলকে জয়ের রাস্তায় ফেরানোর জন্য উদগ্রীব হয়েছিলেন। শেষমেশ কোনো পরিকল্পনাই কালে এল না ভারতীয় থিঙ্কট্যান্টের। স্যান্টনারর এবং এজাজ প্যাটেলের স্পিন ঘূর্ণিতে ১১৩ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারালেন কিউয়িরা (India vs New Zealand 2nd Test)।

চলতি ভারত -নিউজিল্যান্ড সিরিজের আগে ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের রেকর্ড ধরে রেখেছিলেন রোহিত শর্মা এন্ড কোম্পানি। আজ পুনেতে ম্যাচ হেরে ১২ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো বিদেশী দলের কাছে হারতে হল ভারতকে। এছাড়াও মাত্র তিন দিনেই রোহিত শর্মার দলকে ১১৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইতিহাস গড়েছে নিউজিল্যান্ডও। ৬৯ বছরে ১৩ বারের চেষ্টায় প্রথমবারের মতো ভারতে এসে টেস্ট সিরিজ জিতল কিউইরা।

   

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড এবং প্রথম ইনিংসে ২৫৯ রান তোলে। পাল্টা জবাবে ভারত মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে বড় ধাক্কা খায় এবং কিউই দল ১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে ভারতকে ৩৫৯ রানের লক্ষ্য ছুড়ে দেয়। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ২৪৫ রানে গুটিয়ে যায় ভারতীয় দল।

তবে রান তাড়া করায় ভারতের শুরুটা খারাপ ছিল না। ষষ্ঠ ওভারে অধিনায়ক রোহিত শর্মা (৮) যখন স্যান্টনারের প্রথম শিকার হলেন, ভারতের রান তখন ৩৪। এরপর আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুবমান গিলকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন যশম্বী জয়সোয়াল। গিলকে আউট করে জুটি ভাঙার পর স্যান্টনার যখন জয়সোয়ালকেও ফিরিয়ে ম্যাচে নিজের দশম উইকেট পেলেন, ভারতের স্কোর ৩ উইকেটে ১২৭।

হার্দিকেরও বিকল্প ? অভিজ্ঞতার বদলে তারুণ্যেই আস্থা আগরকরের

তারপর থেকেই ধীরে ধীরে ব্যর্থ হয়েছে ভারতের মিডল অর্ডার। ভারতের পক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল ৬৫ বল খেলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি চার ও ৩টি ছয়। তবে অধিনায়ক রোহিত শর্মা ৮, শুভমান গিল ২৩, বিরাট কোহলি ১৭, ঋষভ পন্ত ০, ওয়াশিংটন সুন্দর ২১, সরফরাজ খান ৯ এবং রবিচন্দ্রন অশ্বিন ১৮ রান করেই ফিরে যান। অবশেষে রবীন্দ্র জাদেজার ৪২ রানের ইনিংস সত্ত্বেও দলের সংগ্রামকে ধরে রাখা সম্ভব হয়নি।

স্যান্টনারের জাদুতেই ‘প্রকট’ ব্যাটিং ব্যর্থতা, কোনওরকমে ড্রয়ের পথেই হাটঁছে ভারত?

নিউজিল্যান্ডের ইতিহাস গড়ার অবিসংবাদিত নায়ক মিচেল স্যান্টনার। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার আজ দ্বিতীয় ইনিংসে (India vs New Zealand 2nd Test) নিয়েছেন ৬ উইকেট। তাতেও একটা রেকর্ড হয়ে গেছে। টেস্টে এই প্রথম ভারতের বিপক্ষে ম্যাচের দুই ইনিংসেই কমপক্ষে ৫ উইকেট পেলেন নিউজিল্যান্ডের কোনো বোলার। তবে স্যান্টনারেরের পাশাপাশি নিজেকে মেলে ধরেছেন এজাজ প্যাটেলও। ম্যাচের শেষ দিকে রবীন্দ্র জাদেজা এই এজাজ প্যাটেলকে ছক্বা মারতে গিয়ে লং অনে টিম সাউদির হাতে ক্যাচ তুলে দেন। আর তার সাথে সাথেই ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের উৎসবে মেতে উঠেছে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২৫৯ ও ৬৯.৪ ওভারে ২৫৫ (ল্যাথাম ৮৬, ফিলিপস ৪১, ব্লান্ডেল ৪১, ইয়াং ২৩; সুন্দর ৪/৫৬, জাদেজা ৩/৭২, অশ্বিন ২/৯৭)।

ভারত: ১৫৬ ও ৬০.২ ওভারে ২৪৫ (জয়সোয়াল ৭৭, জাদেজা ৪২, গিল ২৩, সুন্দর ২১; স্যান্টনার ৬/১০৪, প্যাটেল ২/৪৩, ফিলিপস ১/৬০)।

ফল: নিউজিল্যান্ড ১১৩ রানে জয়ী।

সিরিজ: ৩–ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে এগিয়ে।

ম্যান অব দ্য ম্যাচ: মিচেল স্যান্টনার