প্রসূনের মন্ত্রেই বেঙ্গালুরু ‘বধের’ ছক কষছেন মোলিনা

সদ্য জয়ের মুখ দেখেছেন। বিগত সোমবার (২৩ সেপ্টেম্বর) ঘরের মাঠে নর্থইস্টকে হারিয়ে ডুরান্ড ফাইনাল হারের মধুর প্রতিশোধ নিয়েছে তাঁর দল। যুবভারতীতে স্বদেশী- বিদেশী মিলিয়ে গোটা…

Mohunbagan SG coach José Francisco Molina

সদ্য জয়ের মুখ দেখেছেন। বিগত সোমবার (২৩ সেপ্টেম্বর) ঘরের মাঠে নর্থইস্টকে হারিয়ে ডুরান্ড ফাইনাল হারের মধুর প্রতিশোধ নিয়েছে তাঁর দল। যুবভারতীতে স্বদেশী- বিদেশী মিলিয়ে গোটা ম্যাচ জুড়েই দাপিয়ে বেরিয়ে বেরিয়েছে মোহনবাগান সুপার জায়েন্টস। তবু দেবীপক্ষের আগে অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু বধে ‘বিশেষ’ সাবধানী সবুজ – মেরুন কোচ হোসে মোলিনা (Mohunbagan SG coach José Francisco Molina)। আজ কান্তাভারা স্টেডিয়ামে (Mohunbagan SG vs Bengaluru FC) জয়ের গতি ধরে রাখতে বিশাল-দিমি নন, বর্তমান বাগান কোচ আস্থা রাখছেন প্রাক্তন বাগান কিংবদন্তি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওপরই।

   

আরও পড়ুন: লাল-হলুদকে হারানোর টোটকা ফাঁস মানোলো মার্কুয়েজের

গতকালই যুবভারতীতে নাস্তানাবুদ হয়েছে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। বল পজেশনে প্রথম দিকে এগিয়ে থেকেও ঘরের মাঠে কলকাতাবাসীকে জয় উপহার দিতে পারেনি লাল -হলুদ শিবির। তবে গতকাল ‘প্রতিপক্ষ’ হারলেও ঘরের মাঠে বিগত ম্যাচে রীতিমতো লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছিল সবুজ – মেরুন শিবির। আইএসএলের এই মরশুমে দ্বিতীয় ম্যাচে জিতলেও প্রথম ম্যাচে জয় অধরাই থেকে গিয়েছিল কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাবের। তাই আজ অ্যাওয়ে ম্যাচে আত্মবিশ্বাসী হয়েও সাবধান থাকতে চান বাগান কোচ। এছাড়াও আজ জয়ের জন্য ‘পেপটক’ হিসেবে প্রাক্তন বাগান কোচ প্রসূনের দেওয়া উপদেশকেই ব্যবহার করতে চান মোলিনা।

আরও পড়ুন:ম্যাচ হারার পর অভিনব যুক্তি লাল-হলুদ কোচের, জানুন 

গত মরশুমে কমিউনিটি শিল্ড জিতলেও ফাইনালে মুম্বাইয়ের কাছে হারতে হয়েছিল সবুজ-মেরুন শিবিরকে। এছাড়াও ডুরান্ডের ফাইনাল উঠেও হারতে হয়েছিল মেরিনার্সদের। আর এই বিপর্যয় দেখেই প্রিয় ক্লাবের বিরুদ্ধে একপ্রকার ‘ফুঁসে’ উঠেছিলেন সবুজ- মেরুন কিংবদন্তি ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। হার থেকে ‘শিক্ষা’ না নিয়ে প্রত্যেক ম্যাচে একই পদ্ধতি প্রয়োগ করার অভিযোগে মোলিনাকে বিদ্ধ করেছিলেন তিনি। তবে বিগত সোমবার ঘরের মাঠে দলের জয়ে ‘বর্তমানের’ ওপর বেশ খুশি হয়েছেন প্রাক্তন বাগান কোচ।

গতকাল সবুজ মেরুন কোচকে ফোনে আজকের ম্যাচের জন্য নাকি শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে আজ মাঠে নামার আগে সাংবাদিক সম্মেলনে বিশেষ কিছু শোনা যায়নি মোলিনার তরফ থেকে। এদিন তিনি বলেন, ” ওনার (প্রসূনের) সাথে আগেও কথা হয়েছে। উনি নিজেই একজন কিংবদন্তি। বেঙ্গালুরু ভাল দল।তবে আমরা নিজেদেরকে ঘিরে যথেষ্ট আত্মবিশ্বাসী। আশা করি নিজেদের সেরাটা দিতে পারব।”

আরও পড়ুন: সার্জিও লোবেরার ওডিশা এফসি নিয়ে খালিদ জামিলের এত প্রশংসা কেন?

প্রসঙ্গত উল্লেখ্য যে বেঙ্গালুরুর কিংবদন্তি তারকা সুনীল ছেত্রীর ফুটবল জগতে উত্থান হয়েছিল প্রসূনের হাত ধরেই। বল পায়ে বাগানকে অসংখ্য ম্যাচ জেতানোর পর কোচ হিসাবেও যথেষ্ট সফল ছিলেন প্রসূন। বিগত সোমবার ঘরের মাঠে জিতলেও, আজ লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়টা খুব একটা সহজ হবে না মোহনবাগানের কাছে। এ মরশুমে খেলতে নেমে প্রথম দুটি ম্যাচই জয় পেয়েছে তারা। স্বভাবতই এগিয়ে থাকবেন তাঁরাও। মোলিনা নিজেও জানেন সেকথা। তাই আজ ‘প্রসূন মন্ত্রে’ বেঙ্গালুরুকে(Mohunbagan SG vs Bengaluru FC) হারিয়ে লিগ টেবিলে মোলিনা দলকে উপরে তুলতে পারেন কিনা সেটা দেখা শুধু সময়ের অপেক্ষা।