১৯৯৯ সালের ১ আগস্ট ঘটা গাইসাল ট্রেন দুর্ঘটনার কথা আজও ভুলতে পারেননি দেশবাসী। সেই ট্রেন দুর্ঘটনার স্মৃতি উস্কে দিয়েছে বৃহস্পতিবার বিকানের এক্সপ্রেসের (Bikaner Express) ট্রেন বেলাইনের ঘটনা। কী ঘটেছিল সেদিন গাইসালে? (Gaisal) গভীর রাতে মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল অবধ অসম এক্সপ্রেস আর ব্রহ্মপুত্র মেলের। প্রাণ গিয়েছিল অন্তত ৩০০ জন যাত্রীর। প্রায় দু’দশক পেরিয়ে এসেও সেই বীভৎসতার কথা ভুলতে পারেনি গাইসাল।
গাইসাল স্টেশনে তখন রাত ১ টা বেজে ৪৫ মিনিট। ট্র্যাক চেঞ্জ করেছিল দিল্লি থেকে আসা অবধ এক্সপ্রেস। ছিমছাম কিষাণগঞ্জ স্টেশনে তখন কেউ বুঝতেই পারেননি আর কিছুক্ষণ পরেই ঘটতে চলেছে কি ভয়ংকর এক ঘটনা! গাইসালের দিকে ছুটে যাচ্ছিল অবধ। ওই একই লাইনেই ছিল ব্রহ্মপুত্র মেল।
১৯৯৯ সালের এই ঘটনায় মৃত্যু মিছিল দেখেছিল ভারত। দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী উত্তর-পূর্ব অঞ্চল। গাইসাল এবং কিষাণগঞ্জ স্টেশনের মধ্যবর্তী কোনো রেলকর্মীও আঁচ করতে পারেননি ভবিষ্যৎ। সংঘর্ষের তীব্রতায় লাইন থেকে শূন্যে উঠে গিয়েছিল অবধ এক্সপ্রেস। কামরা থেকে খড়কুটোর মতো পাশের জমিতে ছিটকে পড়েছিল যাত্রীদের দেহ। ঘটেছিল বিস্ফোরণ।
![Gaisal Rail Accident](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/01/SAVE_20220113_191641.jpg)
কিষণগঞ্জে তখন ৪ টে লাইন ছিল। যার মধ্যে ৩ টে লাইন কাজ চলছিল। ট্রেন পাশ করার জন্য ব্যববার করা হচ্ছিল অবশিষ্ট একটি লাইন। দুর্ঘটনার কারণ হিসেবে সিগনালিং সমস্যাকে দায়ী করা হয়েছিল। গ্রিন সিগন্যাল পেয়ে অবধ এক্সপ্রেসের চালক বিএন রায় এবং ব্রহ্মপুত্র মেলের চালক বিসি বর্ধন দু’জনেই অজান্তে একই লাইনে ঘুরিয়েছিলেন ট্রেন।