Train:শিয়ালদহ মেন শাখায় সব ট্রেন ১২ বগির, সম্ভাব্য সময় জানাল রেল

শিয়ালদহ শাখায় এবার সব ট্রেন ১২বগির। এতদিন শিয়ালদহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে ১২ বগির করে দেওয়া হলেও বাকি দুই শাখা অর্থাৎ শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ মেন…

train

শিয়ালদহ শাখায় এবার সব ট্রেন ১২বগির। এতদিন শিয়ালদহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে ১২ বগির করে দেওয়া হলেও বাকি দুই শাখা অর্থাৎ শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ মেন অর্থাৎ শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর এবং শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ-বনগাঁ বিভাগে মূলত ৯ কামড়ার ট্রেন চালানো হতো। এইবার শিয়ালদহে বাকি দুই শাখায় সব ট্রেন ১২ বগি করার কথা ঘোষণা করল রেল।

রেল সূত্রে জানা শিয়ালদহের সমস্ত শাখায় ১২ বগির লোকাল ট্রেন চালানোর জন্য যে পরিকাঠামো তৈরি করার দরকার ছিল, তা প্রায় শেষ হয়ে এসেছে। লোকসভা ভোট শেষ হওয়ার এক মাসের মধ্যেই তা সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ মোটামুটি আশা করা যাচ্ছে লোকসভা ভোট শেষ হওয়ার এক মাসের মধ্যে শিয়ালদহ সব শাখায় ১২ কোচের ট্রেন চলবে।

বহুদিন ধরেই নিত্যযাত্রীদের দাবি ছিল সমস্ত ট্রেন ১২ বগির করা হোক। কারণ নিত্যদিন যা ভিড় বাড়ছে তা ক্রমেই অসহনীয় হয়ে যাচ্ছিল। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, যে হেতু শিয়ালদহ শাখা পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন, তাই এই কাজ সহজ ছিল না। কারণ এই কাজ করার জন্য যে ট্রেন চলাচল যত ক্ষণ বন্ধ রাখা প্রয়োজন, তা শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশনে সম্ভব নয়। নানা প্রতিকূলতার মধ্যেই শিয়ালদহ স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ প্রায় শেষের পথে এখন। পাশাপাশি সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং সংক্রান্ত নানা কাজও প্রায় শেষের মুখে।