Election Commission: বাংলায় এক দফায় ভোটের দাবিতে কমিশনে তৃণমূলি আর্জি

বাংলায় এক দফায় ভোট করানোর দাবি তৃণমূলের। আজ নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে বৈঠক হয় বাংলার সব রাজনৈতিক দলগুলির। প্রত্যেক দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক…

Lok Sabha Election 2024

বাংলায় এক দফায় ভোট করানোর দাবি তৃণমূলের। আজ নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে বৈঠক হয় বাংলার সব রাজনৈতিক দলগুলির। প্রত্যেক দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। বৈঠক হয় রাজ্যের শাসক দল তৃণমূলের কংগ্রেসের সঙ্গেও।  তৃণমূলের দাবি, বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এক দফায় ভোট হলে বাংলায় নয় কেনো? এখানেও এক দফায় ভোট করতে হবে বলে বৈঠকের পর সাংবাদিকদের জানান তৃণমূলের কল্যাণ ব্যানার্জি।

বাংলাকে সফট টার্গেট করেছে বিজেপি। দাবি তৃণমূলের। আধার কার্ড বাতিল নিয়েও এদিন বিজেপির বিরুদ্ধে সুর চড়ান কল্যাণ। মোদী শাহ কে সুবিধা দিতেই জাতীয় নির্বাচন কমিশন ৭ দফায় ভোট করাতে চায় বলে অভিযোগ কল্যাণের। তার আরও দাবি, যত খুশি CISF পাঠান, আমরা রাজি।

সাত দফায় ভোট করানোর যুক্তি হিসেবে কল্যাণের দাবি, ভোট প্রচারে বার বার মোদী শাহ বাংলায় আসবেন, সেই কারণেই এক দফায় ভোট নয় বাংলায়। এছাড়াও CISF এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। CISF জওয়ানরা বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে বলে এদিন জানান কল্যাণ ব্যানার্জি। তার অভিযোগ, জওয়ানরা গ্রামে ঢুকে মহিলাদের ভয় দেখাচ্ছে।

শুধু রাজনৈতিক দলগুলি নয়, আজই রাজ্য প্রশাসনের সঙ্গেও বৈঠক হয় জাতীয় নির্বাচন কমিশনের। ভোট ঘোষণা হওয়ার পর নির্বাচন আচরণবিধি , ভোট চলাকালীন কি কি নিয়ম থাকবে সে বিষয়েও আলোচনা হয়।