একুশে জুলাইয়ের মঞ্চে কি আসবেন অভিষেক? এই রহস্যের সমাধান করতে হিমশিম খাচ্ছে গোটা রাজনৈতিক মহল। যদিও বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছে যে দ্রুত চিকিৎসা শেষ করে একুশের মঞ্চে উপস্থিত থাকতে পারেন ঘাসফুলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার কলকাতা ২৪x৭-এর তরফে তৃণমূলের ছাত্রপরিষদের সভাপতি তৃনাঙ্কুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও হাওয়ায় গা ভাসিয়ে বলেন যে, ” হ্যাঁ আমিও শুনেছি, উনি সেইদিন মঞ্চে উপস্থিত থাকতে পারেন।” এইবছর লোকসভা ভোটে ২৯ আসন পাওয়ার পরে, নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছে তৃণমূল। শুধু তাই নয়, এইবছর একুশে থাকছে চমকের পর চমক।
মুখ্যমন্ত্রীর ক্ষোভের কোপ? কলকাতা পুলিশে এবার বড়সড় রদবদল
এই বিষয়ে তৃনাঙ্কুর জানালেন যে, ” চমক তো প্রতিবছরই থাকে। এই বছরও থাকবে!” তাঁকে পাল্টা প্রশ্ন করা হল, ” এই বছর কি বিজেপি থেকে কোনও বড় নেতা তৃনমূলে আসতে পারে?” এই প্রশ্নের উত্তরে তিনি হাসতে হাসতে জানালেন যে,”এটা তো এখন বলা বারণ আছে!” স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি এইবার একুশে থাকছে বিরাট চমক? জল্পনার অবসান হতে পারে আগামী রবিবার। জানা গিয়েছে, এবারের মঞ্চ -মূল মঞ্চ আয়তন হবে ৫২/২৪ ফুট। এখানে থাকবেন শীর্ষ নেতারা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও আমন্ত্রিতরা। এছাড়া থাকছে আর একটি মঞ্চ যেখানে বসবেন কাউন্সিলররা। এই মঞ্চের আয়তন হচ্ছে ৪৮/২৪ ফুট। আরেকটা মঞ্চ হবে শহিদ পরিবারের সদস্যদের জন্য৷ যা হবে ৪০/২৪ ফুট। মূল মঞ্চতে ওঠার জন্য সিঁড়ি নয়৷ থাকতে পারে র্যাম্প। যার উচ্চতা হবে ১০,১১,১২ ফুট।
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি
তবে সবার নজর যুবরাজের উপর। কারণ এইবার লোকসভা ভোটের সাফল্যের পিছনে নাকি তাঁর অবদান রয়েছে অনেক। তৃণমূল সূত্রে খবর, অভিষেক আগামী ১৯ শে জুলাই কলকাতা ফিরে ২১শের সভায় যোগ দেবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বক্তব্য অনুসারে তিনি এখন চিকিৎসার জন্য নরওয়েতে আছেন। শহিদ দিবসে রেকর্ড জমায়েতের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচন জেতার বিজয় সমাবেশ এবার পালন হবে। উত্তরের জেলাগুলো থেকে বেশি কর্মী-সমর্থক আনা লক্ষ্য। শুক্রবার থেকেই আসতে শুরু করবেন কর্মী-সমর্থকরা।
শীঘ্রই মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, মন্ত্রী হওয়ার দৌড়ে তৃণমূলের কোন কোন বিধায়ক?
নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হচ্ছে। লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরে এই সমাবেশ তাদের কাছে স্পেশাল। আবার এ বছরের মঞ্চ থেকেই ২৬-এর বার্তা দেবেন শীর্ষ নেতারা।