মঙ্গলবার অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) জন্মদিন (Birthday)। স্ত্রীয়ের জন্মদিনে এক গুচ্ছ না-দেখা ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানলেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। বর্তমানে ‘ব্যাড নিউজ’ ছবির প্রচারে ব্যস্ত ভিকি। তবে সবের মাঝে স্ত্রীকে শুভেচ্ছা জানতে ভোলেননি তিনি।
ডিসেম্বর ২০২১ এ রাজস্থানে সাত পাকে বাধা পড়েন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। সম্প্রতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে হাজির ও হয়েছিলেন তাঁরা। এর আগে ছবির প্রচারে ব্যস্ত থাকায় স্ত্রীয়ের সঙ্গে বেড়াতে যেতে পারেননি ভিকি। জার্মানি থেকে পোস্ট করা ক্যাটরিনার ছবিতে হার্ট ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন ভিকি।
মঙ্গলবার ৪১ বছরে পা দিলেন ক্যাটরিনা (Katrina Kaif)। স্ত্রীয়ের জন্মদিনে এর আগে না দেখা ছবি পোস্ট করেছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। পোস্টের প্রথম ছবিটি ক্যাটরিনার জন্মদিনের অনুষ্ঠানের। ছবিটিতে স্ত্রীকে একে অপরকে জড়িয়ে হাসি মুখে পোজ দিয়েছেন ভিকি এবং ক্যাটরিনা। অন্য ছবিগুলিতে কখনও জুটিতে প্রার্থনা করতে দেখা যাচ্ছে দম্পতিকে, আবার কখনও সমুদ্র সৈকতে শীতল হওয়া খাচ্ছেন তাঁরা। পোস্টের অপর একটি ছবিতে আনন্দের সঙ্গে পিজ্জা খেতে দেখা যাচ্ছে দুজনকে। করোনা অতিমারী সময়কার মাস্ক পড়া একটি ছবিও রয়েছে পোস্টে।
“আর কোনও দিন মা বলে ডাকবে না”, কার উদ্দেশ্যে আবেকঘনপোস্ট করলেন স্বস্তিকা?
এদিন পোস্টের ক্যাপশনে ভিকি লিখেছেন, “তোমার সঙ্গে প্রতিটা স্মৃতি আমার জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্ত। ভালোবাসার মানুষকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।” ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল ২ বছর সম্পকে থাকার পর ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন। রাজস্থানের সওয়াই মাধোপুরে বসেছিল বিয়ের আসর। বিয়ের অনুষ্ঠানের একটি ছবিও ক্যাটরিনার জন্মদিনের পোস্টের রেখেছিলেন ভিকি।
সম্প্রতি লন্ডনে বেড়ানো কালীন গুজব রটে যে ক্যাটরিনা কাইফ নাকি অন্তঃসত্ত্বা। এই সম্পর্কে তাঁর ছবি ‘ব্যাড নিউজ’ এর প্রচারে ভিকিকে প্রশ্ন করা হলে ভিকি বলেন, “আপনারা যে ‘গুড নিউজ’ এর কথা বলছেন সেটা যখনই ঘটবে আমরা আপনাদের জানাতে দ্বিধা করব না। এটা এই মুহূর্তে শুধুই জল্পনা। আপনারা আপাতটা ‘ব্যাড নিউজ’ ছবিটি উপভোগ করুন। ‘গুড নিউজ’ আসলে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ” ক্যাটরিনার জনসংযোগ টিম ও স্পষ্ট করেছে যে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুজবের কোনও সত্যতা নেই।