CPIM: নকল জব কার্ড হোল্ডারদের দিল্লি নিয়ে যাচ্ছে তৃ়ণমূল, বিস্ফোরক মহ: সেলিম

রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। এই অভিযোগে তৃণমূলের আহ্বানে দিল্লিতে ধর্না সমাবেশ হবে। সেই সমাবেশে সমর্থকদের নিয়ে যেতে ট্রেন ও বিমান ভাড়া করা…

Md salim challanges to bratya basu on defamation law

রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। এই অভিযোগে তৃণমূলের আহ্বানে দিল্লিতে ধর্না সমাবেশ হবে। সেই সমাবেশে সমর্থকদের নিয়ে যেতে ট্রেন ও বিমান ভাড়া করা হলেও ভাড়া মেলেনি বলেই অভিযোগ তৃণমূলের। পঞ্চাশটি বাসে করে সমর্থকদের দিল্লি পাঠানো হয়েছে। পুরো বিষয়টিকে নাটক বলেছেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর কটাক্ষ, বিজেপির প্রযোজনায় তৃ়ণমূলের দিল্লি যাত্রার নাটক চলেছে।

জলপাইগুড়িতে  সাংবাদিক সম্মেলনে মহম্মদ সেলিম বলেন, ‘‘একশো দিনের কাজ বা সংশ্লিষ্ট আইন ‘মনরেগা’ পরিষ্কার বলছে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা হলে কেন্দ্রের সরকার বা গ্রামোন্নয়ন মন্তক ব্যবস্থা নিল না কেন। যে জেলা পরিষদ চুরি করেছে, পঞ্চায়েত চুরি করেছে, তৃণমূলের নেতারা চুরি করেছে, যে আধিকারিকরা চুরির সঙ্গে যুক্ত তাদের ধরা হলো না কেন। তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বিজেপি। তৃণমূলকে নাটক করার সুযোগ করে দেওয়া হবে।’’

সেলিমের বিস্ফোরক দাবি, গরিব মানুষ একশো দিনের কাজ করে মজুরি পাচ্ছেন না, আবেদন জানিয়েও জব কার্ড পাচ্ছেন না। তৃণমূল যাদের জব কার্ড হোল্ডার বলে নিয়ে যাচ্ছে তারা কী একশো দিনের কাজ করেন? এদের নকল জব কার্ড দিয়েছে, আগে তা বাজেয়াপ্ত করা উচিত।’’ 

রাজ্যে দুর্নীতির একাধিক মামলার তদন্ত নিয়ে সরব সিপিআইএম। সেলিম বলেন, আগামী ৫ অক্টোবর সিজিও কমপ্লেক্স অভিযান হবে দুর্নীতির সঠিক তদন্তের দাবিতেই। আমরা আগে বলেছিলাম ‘চোর ধর জেল ভরো’। এখন যে পরিস্থিতি তাতে আমাদেরই চোর ধরতে হবে।’’