৭৮ দিনে ১১টি জঙ্গি হামলা কাশ্মীরে, ‘এখন মোদীর গ্যারান্টি কোথায়’? প্রশ্ন TMC-র

কাশ্মীরে লাগাতার জঙ্গি হানা নিয়ে ফের মোদী সরকারকে কাঠগড়ায় তুলল তৃণমূল (TMC)। ডোডায় এনকাউন্টার প্রসঙ্গে এবার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক…

কাশ্মীরে লাগাতার জঙ্গি হানা নিয়ে ফের মোদী সরকারকে কাঠগড়ায় তুলল তৃণমূল (TMC)। ডোডায় এনকাউন্টার প্রসঙ্গে এবার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ।

জম্মু ও কাশ্মীরে ডোডা এনকাউন্টারের দায় স্বীকার করেছে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ছায়া গোষ্ঠী কাশ্মীর টাইগার্স। এতে এক মেজরসহ চার ভারতীয় সেনা শহীদ হয়েছে। বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে এই ঘটনা নিয়ে সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মোদী ৩.০, ৭৮ দিনে ১১টি জঙ্গি হামলা। যাঁরা বলেছিলেন ৩৭০ ধারা তুলে দিলে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ হবে, তাঁরা কোথায়? মোদীর গ্যারান্টি এখন কোথায়? ডোদায় শহীদ হয়েছেন এক ক্যাপ্টেন-সহ চার সাহসী জওয়ান।’

   

এক বিবৃতিতে জঙ্গি সংগঠন কাশ্মীর টাইগার্স বলেছে, নিরাপত্তা বাহিনী ‘মুজাহিদিনদের’ খোঁজে তল্লাশি অভিযান শুরু করলে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। অন্যদিকে সেনা কর্তারা জানিয়েছেন, রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সোমবার সন্ধ্যায় দেশা জঙ্গলের ধারি গোটে উরবাগিতে যৌথ কর্ডন ও তল্লাশি অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর জঙ্গিরা পালানোর চেষ্টা করলেও দুর্গম এলাকা ও ঘন জঙ্গল সত্ত্বেও এক অফিসারের নেতৃত্বে সাহসী সেনারা তাদের ধাওয়া করে।
এনকাউন্টারে পাঁচ জওয়ান গুরুতর জখম হন এবং পরে এক অফিসার-সহ চারজন শহীদ হন।