রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) ভারতরত্ন সম্মানে ভূষিত করা উচিৎ বলে মনে করেন কিংবদন্তি সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। দ্রাবিড় খেলোয়াড় হিসাবে প্রথম ১৬ বছর দেশের হয়ে খেলার পর এখন কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটে অবদান রাখছেন। ভারতের হয়ে ১৬৪টি টেস্ট, ৩৪৪টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাহুল দ্রাবিড়। এরপর ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি।
T20 World Cup: একটিও ম্যাচ খেলেও মালামাল, কোটিপতি ভারতীয় ক্রিকেটার
তাঁর কোচিংয়ে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে আইসিসি ট্রফির জন্য ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে ভারত। রাহুল দ্রাবিড় অতীতে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন এবং এনসিএ প্রধানও ছিলেন। গাভাস্কার তাঁর এক কলামে লিখেছেন, ‘ভারত সরকার যদি তাঁকে (রাহুল দ্রাবিড়) ভারতরত্ন দিয়ে সম্মানিত করে তবে এটি উপযুক্ত হবে, কারণ তিনি এই সম্মানের যোগ্য।’
সুনীলের মতে, ‘দ্রাবিড়ের কৃতিত্ব দল, জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে মানুষের জন্য আনন্দ এনেছে এবং দেশজুড়ে গর্বের মুহূর্ত বয়ে এনেছে। নিঃসন্দেহে এটাই দেশের সর্বোচ্চ সম্মান। আপনারা সকলে দয়া করে আমার সঙ্গে যোগ দিয়ে সরকারের কাছে অনুরোধ করুন যেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে স্বীকৃতি দেওয়া হয়। ভারতরত্ন, রাহুল শরদ দ্রাবিড়। চমৎকার তাই না?’
Mohun Bagan vs East Bengal: বাগানের এই দুর্বলতার সুযোগ নিলেই ইস্টবেঙ্গলের বাজিমাত!
দ্রাবিড় ২০০৫ সালে ভারতের অধিনায়ক হয়েছিলেন। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০০৭ সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়ে ভারতকে নেতৃত্ব দেন। ২০১২ সালে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার আগে রাহুল দ্রাবিড় টেস্টে ১৩,২৮৮ রান এবং ওয়ানডেতে ১০,৮৮৯ রান করেছিলেন। উভয় ফর্ম্যাটে ১০,০০০ রান করেছেন।