সপ্তাহের শুরুতেই ২২০০ টাকা অবধি কমল সোনার দাম, কলকাতায় রেট কত?

রথযাত্রার পরের দিনই সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। আপনিও কি আজ সোমবার ৮ জুলাই সোনা বা রুপো কেনার…

goldd সপ্তাহের শুরুতেই ২২০০ টাকা অবধি কমল সোনার দাম, কলকাতায় রেট কত?

রথযাত্রার পরের দিনই সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। আপনিও কি আজ সোমবার ৮ জুলাই সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর।

অন্যান্য দিনের মতো আজও কলকাতা সহ সমগ্র দেশে জারি হল সোনা ও রুপোর দাম। আর এই দাম জারি হতেই সকলের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে। বিশেষ করে আজ শহরে হুড়মুড়িয়ে পড়েছে সোনার দাম। ২০০০ থেকে ২২০০ টাকা অবধি সস্তা হয়েছে সোনা। জানা গিয়েছে, আজ ২২ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম ১৬০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৩,৯৬০ টাকা। ১০ গ্রামের দাম ২০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬৭,৪৫০ টাকায় এবং ১০০ গ্রামের দাম ২০০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬,৭৪,৫০০ টাকায়।

   

এবার আসা যাক ২৪ ক্যারেটের প্রসঙ্গে। শহরে আজ ২৪ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম ১৭৬ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৮,৮৬৪ টাকায়। এছাড়া ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ২২০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭৩,৫৮০ টাকা। ১০০ গ্রামের দাম ২২০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭,৩৫,৮০০ টাকায়।

জানেন আজ শহরে ১৮ ক্যারেটের দাম কত? তাহলে জানিয়ে রাখি, ১০ গ্রাম সোনার দাম ১৬০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৫,১৯০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ১৬০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫,৫১,৯০০ টাকায়।

বিগত কিছু সময় ধরে রুপোর দাম উর্ধ্বমুখী হয়ে রয়েছে। আজ ৮ জুলাইও তার ব্যতিক্রম ঘটল না। জানা গিয়েছে, আজ শহরে ১০০ গ্রাম রুপোর দাম ২০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৫০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৫,০০০ টাকায়। ,