তেলের দাম অপরিবর্তিত, শনিবার ডিজেল কত কলকাতায়?

কলকাতাঃ গতকালের তুলনায় শনিবার অপরিবর্তিত তেলের দাম। প্রতিদিনের মতো তেলের দামে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ – পেট্রল- ডিজ়েল এবং রান্নার গ্যাসের দামে নজর রাখতেই হয়।…

Petrol Price india girl তেলের দাম অপরিবর্তিত, শনিবার ডিজেল কত কলকাতায়?

কলকাতাঃ গতকালের তুলনায় শনিবার অপরিবর্তিত তেলের দাম। প্রতিদিনের মতো তেলের দামে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ – পেট্রল- ডিজ়েল এবং রান্নার গ্যাসের দামে নজর রাখতেই হয়। শনিবার কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৪.৯৫ টাকা, গতকালের তুলনায় পেট্রলের দাম পরিবর্তিত হয়েছে ০.০০ শতাংশ। অন্য দিকে, আজ ডিজ়েলের দাম প্রতি লিটারে ৯১.৭৬ টাকা। ডিজ়েলের দামের পরিবর্তন হয়েছে ০.০০ শতাংশ। পাশাপাশি এ দিন কলকাতায় ১৪.২ কিলো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। 

‘খুব আনন্দের কথা’, রাষ্ট্রপতিকে রাজ্যপালের নালিশের পরও খোশ মেজাজে স্পিকার বিমান!

   

কলকাতায় জ্বালানির দামশনিবার পেট্রল ১ লিটার ১০৪.৯৫ ডিজেল ১ লিটার ৯১.৭৬০.০০  রান্নার গ্যাস
১৪.২ কেজি ৮২৯০.০০। রাজ্যের মধ্যে আলিপুরদুয়ারে ১০৬.১৮ টাকা কোচবিহারে ১০৬.৩২ টাকা ও নদিয়াতে ১০৬.৭৭ টাকা সবচেয়ে বেশি পেট্রোলের দাম।

ইসকনের রথযাত্রা: এবার কে করবেন উদ্বোধন? কোন পথে গড়াবে রথের চাকা?

 

অন্যদিকে কলকাতায় শনিবার ডিজেলের দাম ৯১. ৭৬ টাকা প্রতি লিটারে। গতকালের তুলনায় যা অপরিবর্তিত রয়েছে। রাজ্যের মধ্যে কোচবিহারে ডিজেলের দাম সর্বোচ্চ প্রতি লিটারে বেড়ে দাঁড়িয়েছে ৯৩.০৩ টাকা।