হাসপাতালে মমতা! আজই অস্ত্রপচার, কী হল মুখ্যমন্ত্রীর?

শুক্রবার বিকেলে নিউটাইনের বেসরকারি হাসপাতালে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। সূত্রের খবর, এ দিনই ওই হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রপচার হবে। Advertisements ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,…

Mamata Banerjee on Hindu atrocities in Bangaldesh

শুক্রবার বিকেলে নিউটাইনের বেসরকারি হাসপাতালে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। সূত্রের খবর, এ দিনই ওই হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রপচার হবে।

Advertisements

ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই মুখ্যমন্ত্রীর চোখে অস্ত্রপচার হবে। গত বুধবারও ওই হাসপাতালেই গিয়েছিলেন তিনি। সেদিন চোখ পরীক্ষার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে কিছু সমস্যা ধরা পড়েছিল। ফলে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। সেই কারণেই শুক্রবার হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী।

   

কী অসুবিধা হচ্ছে মুখ্যমন্ত্রীর চোখে? নিউটাইনের ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, তৃণমূল নেত্রীর চোখে ‘অপরিপক্ক ছানি’ (ইমম্যাচিওরড ক্যাটারাক্ট) ধরা পড়েছে। তারই অস্ত্রপচার হবে এ দিন। তবে, কতক্ষণের অস্ত্রোপচার হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

অধীরের ইস্তফা! কে হবেন পরবর্তী সভাপতি? বাড়ছে জল্পনা

সরকারিভাবেও মুখ্যমন্ত্রীর চোখে অস্ত্রপচারের কথা কিছু জানানো হয়নি।

Advertisements

গত বছর পায়ের চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। যা নিয়েই কাজ চালিয়ে গিয়েছিলেন। কিন্ত, স্পেন সফরে গিয়ে ফের পায়ে চোট লেগেছিল তাঁর। বিদেশ সফর থেকে কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। তাঁর পায়ে অস্ত্রপচার হয়। তবে চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে থাকতে রাজি হননি তিনি। বাড়িতেই চলে চিকিৎসা। পুজোর আগে, এমনকী পুজোর সময়ও বাড়ি থেকে বেরতেও পারেননি রাজ্যের প্রশাসনিক প্রধান। বাড়িতে বসেই করেছিলেন পুজোর মণ্ডপ উদ্বোধন। পুজোর পর অবশ্য পায়ের চোট সারিয়ে ফের স্বমেজাজে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

শুভেন্দুর ধর্ণায় বসার দাবি নিয়ে ‘মঙ্গলে’ শুনানি হাইকোর্টে